fbpx
টাইমলাইনপশ্চিমবঙ্গরাজনীতি

না বলা! অযোধ্যা মামলার রায় নিয়ে কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর লেখায় বার বার কোনও সামাজিক বা সাম্প্রতিক ঘটনা প্রকাশ পেয়েছে৷ যখনই কোনও ঘটনাকে কেন্দ্র করে সমাজ উত্তপ্ত হয়েছে বা সমাজে কোনও ঘটনা প্রভাব ফেলেছে তখনই কলম তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের বিচক্ষণ ক্ষমতা কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন তিনি৷ এ বার শনিবার অযোধ্যা মামলার রায় নিয়ে কলম তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

এবং লিখে ফেললেন অষুধ নিয়ে কবিতা, নাম দিলেন না বলা৷ শনিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ অযোধ্যার বিতর্কিত জমিতে হিন্দুদের মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছে অন্যদিকে মুসলিমদের জন্য পাঁচ একর জমি দেওয়া হয়েছে৷ এবার নিজের মনের কথা কলম দিয়ে তুলে ধরলেন আর লিখলেন- না বলা

অনেক সময়
কথা না বলেও
অনেক কথা বলা হয়ে য়ায়।
কিছু বলার থেকে
না বলাটা
আরও শক্তিশালী বলা।
খিদে পেলে
খাবার না পেলে
খিদের ‘ক্ষুধা’ বোঝা যায়।
তেমনি ঘুমের সময়
ঘুম না পেলে
ঘুমের মর্ম বোঝা যায়।
দাঁত থাকতে
যেমন দাঁতের মর্ম
মর্মর গাঁথায় লেখা থাকে,
তেমনি কষ্ট পেল
‘কষ্টকর্ম’ প্রতি ছত্রে
গাঁথা থাকে।
মনের কথা
প্রকাশ না পেলে
কথা ‘ব্যথার’ উদ্রেক করে,
যা মানসিক দূষণ বাড়ায়।
বলা হয়ে গেলে খুলে যায় দ্বার-
কথা-কথায় কথা বলে।
আর না বলতে পারাটা
অতীব যন্ত্রণা।
ওটা তো হৃদয়ের শক্তিশেল-
জমা থাকে।।

যদিও এই প্রথমবার নয় এর আগে কাশ্মীরে পাঁচ বাঙালি শ্রমিকের মৃত্যু নিয়ে যখন উত্তাল হয়েছিল গোটা রাজ্য ঠিক তখন প্রতিবাদের জন্য নিজের কলম ধরেছিলেন তার আগেও কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পর এবং প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী চিদম্বরমের গ্রেফতারির পর কখনও পরিচয় কখনও ঠিকানা কবিতা লিখেছিলেন।

Leave a Reply

Back to top button
Close
Close