অযোধ্যা মামলার রায় ঘোষণা: জানুন বাদী ইকবাল আনসারির প্রতিক্রিয়া

বাংলা হান্ট ডেস্ক : দীর্ঘ কয়েক বছর ধরে দেশের শীর্ষ আদালতে চলছে অযোধ্যা মামলা, তারও কয়েক দশক আগে থেকে অযোধ্যা মামলা নিম্ন আদালতে চলে এসেছে তবে শনিবার টানা ছয় দশকের মামলার নিষ্পত্তি হয়েছে দেশের শীর্ষ আদালতের রায়ে৷ সুপ্রিম কোর্টের তরফে যোদ্ধার বিতর্কিত ওই 2.7 একর জমি হিন্দুদের মন্দির নির্মাণের জন্য দেওয়া হয়েছে অন্য দিকে মুসলিমদের বিকল্প জমি হিসেবে অযোধ্যার সীমান্ত লাগোয়া পাঁচ একর জমি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে৷

তবে দেশের শীর্ষ আদালতের রায় ঘোষণা হওয়ার পর থেকে তারকা থেকে রাজনীতিবিদরা মুখ খুলেছেন, এর পর দেশের শীর্ষ আদালতের রায় ঘোষণার পর বাবরি মসজিদ মামলার বাদী ইকবাল আনসারি সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন৷ সংবাদ সংস্থা এএনআইয়ের কাছে তিনি জানান আমি খুশি যে সুপ্রিম কোর্ট অবশেষে রায় দিয়েছে, আদালতের রায়কে সম্মান করি৷

   

1949 বিশাল অর্থাত্ দীর্ঘ ষাট বছর আগেই ডিসেম্বর মাসে যোদ্ধার ওই বিতর্কিত জমিতে রাম লালা বিরাজমান মূর্তি স্থাপনের পর বাবরি মসজিদের পক্ষে মামলা দায়ের করেছিলেন বাদী হামিদ আনসারি, হামিদ আনসারির পুত্র হলেন ইকবাল আনসারি, যেহেতু হামিদ আনসারির মৃত্যু হয়েছে তাই তাঁর মৃত্যুর পর বাবরি মসজিদের বাদী হয়েছেন ইকবাল আনসারি৷

অযোধ্যা মামলার আড়াই সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী সন্তুষ্ট নন এমনটা জানালেও ইকবাল আনসারি কিন্তু যথেষ্টই খুশি মন্তব্য করেছেন৷ যদিও এই প্রথমবার নয় এর আগেও অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে ইকবাল আনসারির মন্তব্য করতে দেখা গিয়েছিল, তবে শনিবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর আগের মতো উত্তেজনা অনেকটাই কমবে বলে আশাবাদী ইকবাল আনসারি৷

সম্পর্কিত খবর