ইন্টারনেট পরিষেবা বজার রাখতে ছুটছে কালঘাম, কোপ HD ভিডিও স্ট্রিমিংয়ে

বাংলাহান্ট ডেস্ক: বন্ধ হওয়ার মুখে বিভিন্ন ইন্টারনেট HD স্ট্রিমিং সার্ভিস। ইন্টারনেটের ঘাটতি রোখার জন‍্য রাশ টানতে হতে পারে হাই ডেফিনিশন কোয়ালিটি ভিডিও স্ট্রিমিংয়ের ওপর। সম্প্রতি এমনই সিদ্ধান্তের কথা জানাল সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া।
সারা বিশ্ব জুড়ে নোভেল করোনা ভাইরাসের ভয়াবহতার জন‍্য বহু অফিসই ওয়ার্ক ফ্রম হোমের ব‍্যবস্থা করেছে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে। আর বাড়িতে বসে কাজ করার জন‍্য যথেষ্ট ভাল নেটওয়ার্কের প্রয়োজন। সেই সঙ্গে সারা দিন গৃহবন্দি সময় কাটানোর জন‍্য নানা ভিডিও স্ট্রিমিং অ্যাপের শরনাপন্ন হচ্ছে মানুষ। তার জন‍্য দরকার প্রচুর ব‍্যান্ডউইথ। তাই রীতিমতো হিমশিম খাচ্ছে সার্ভিস প্রোভাইডাররা।


তাদের মতে, ভিডিও স্ট্রিমিং সার্ভিস কোম্পানিগুলির একটি সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া উচিত। সঠিক বিট রেট নির্ধারধ করা উচিত। এছাড়াও স্ট্রিমিং কোম্পানিগুলিকে হাই ডেফিনেশন বা এইচডির পরিবর্তে স্ট‍্যান্ডার্ড ডেফিনেশন অর্থাৎ এসডি স্ট্রিমিংয়ের পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপধ বা পপ আপ বিজ্ঞাপনের জন‍্যও বেশি ব‍্যান্ডউইথের প্রয়োজন হয়। তাই আপাতত কোম্পানিগুলিকে বিজ্ঞাপন দেখানো বন্ধ করার কথা বলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে ইতিমধ‍্যেই ইন্টারনেট পরিষেবা বজায় রাখার জন‍্য পদক্ষেপ নিয়েছে স্ট্রিমিং কোম্পিনিগুলি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর