গঙ্গাসাগর যাত্রীদের জন্য সুখবর! কলকাতা থেকে গঙ্গাসাগর অবধি শুরু হচ্ছে জাহাজ পরিষেবা

বাংলা হান্ট ডেস্ক : প্রতি বছর পৌষ মাসে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমান। হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে এই গঙ্গাসাগরের মেলা এক অন্যতম আকর্ষণের বিষয় এবং অন্যতম ভক্তির জায়গা তাই হাজার হাজার টাকা খরচ করে পৌষ মাসে গঙ্গাসাগর মেলাকে লক্ষ্য রাখেন ভক্তরা। অনেক সময় নিজস্ব এলাকা থেকে বাস ছাড়া হয় কিন্তু বেশির ভাগ সময়ই ব্রেক জার্নি করে গঙ্গাসাগরে পৌঁছতে হয় আর তাতেই অনেক সময় চলে যায় তবে এ বার গঙ্গা সাগরে যাওয়া আরও সহজতর হতে চলেছে কারণ কলকাতা থেকে জনপথে যাতে গঙ্গাসাগরে সহজেই পৌঁছনো যায় তার জন্য চালু হচ্ছে জাহাজ পরিষেবা।gangasagar1468233662

একেবারে বিলাসবহুল জাহাজে করে কলকাতা থেকে সোজা কপিল মুনির আশ্রমে পৌঁছনো যাবে মাত্র দু থেকে তিন ঘণ্টার মধ্যেই। তাই আগামী বছর যাতে ভাল ভাবে গঙ্গা সাগরে যাওয়া যায় ডিসেম্বর মাস থেকেই শুরু হচ্ছে কলকাতা থেকে গঙ্গাসাগর অবধি জাহাজ পরিষেবা। আগে যেমন গঙ্গাসাগরে পৌঁছতে গেলে সারা দিন সময় লাগত কিন্তু এখন তাতে লাগাম টানতে চলেছে।

তাই গঙ্গাসাগর যেতে ইচ্ছুক যাত্রীদের সকাল সাতটার মধ্যে মিলেনিয়াম পার্কে এসে পৌঁছলেই হবে কারণ সেখানেই থাকবে গঙ্গাসাগরে যাওয়ার জাহাজ। সকাল দশটার মধ্যে সেটি সাগরের কচুবেড়িয়া ঘাটে পৌঁছে যাবে। যেখানে এখন কলকাতা থেকে গঙ্গাসাগর যেতে গেলে অনেক ঝক্কি পোহাতে হয় ভক্তদের। প্রথমে কাকদ্বীপে পৌঁছতে হয় তার পর মুড়িগঙ্গা পেরিয়ে সাগরের কুশবেড়িয়া আবার সেখান থেকে গাড়ি নিয়ে তবে কপিল মুনির আশ্রমে পৌঁছতে হয়

কিন্তু এবার সহজেই একটু খরচ করলেই বিলাসবহুল জাহাজে করে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কপিল মুনির আশ্রমে পৌঁছনো খুব সহজ হবে। তাই কেউ যদি আবার দিনের দিন গঙ্গাসাগর থেকে ফিরে আসতে চান সে ক্ষেত্রেও দারুণ সুবিধা পাবেন। কারণ যে জাহাজটি সকাল দশটার মধ্যে কপিল মুনির আশ্রমে পৌঁছে যাবে ঠিক বেলা তিনটের সময় কলকাতার অভিমুখে যাত্রা করবে জাহাজটি।

সম্পর্কিত খবর