চমকপ্রদ IPL নিলাম! নিলামে ঘটলো এমন কিছু ঘটনা যা চিরকাল থেকে যাবে IPL ইতিহাসে

বাংলা হান্ট ডেস্কঃ সম্পূর্ণ হল আইপিএলের নিলাম। এবার আইপিএলের নিলাম বসেছিল চেন্নাইয়ে। বৃহঃস্পতিবার আইপিএলের মিনি নিলাম হলেও এই নিলামে ঘটে গেল বেশ কিছু ঘটনা যা চিরসরনীয় হয়ে থাকবে আইপিএলের ইতিহাসে। দেখে নেওয়া যাক নিলামের আকর্ষনীয় কিছু ঘটনা।

এবার আইপিএলে রেকর্ড পরিমাণ দাম পেলেন ক্রিস মরিস। 16 কোটি 25 লক্ষ টাকার বিনিময়ে ক্রিস মরিসকে দলে নিয়েছে রাজস্থান রয়েলস। নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি ক্রিকেটার হলেন মরিস। অথচ এই মরিস গত মরশুম আরসিবির হয়ে 9 টি ম্যাচে 11 টি উইকেট নেওয়ার পাশাপাশি করেছিলেন মাত্র 82 রান। মরিসের এত বেশি দাম পাওয়া নিসন্দেশে অবাক করেছে।

https://twitter.com/KKRiders/status/1362411895450386443?s=20

শেষ মুহূর্তে হরভজন সিংকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। নিলামের প্রথম সেশনে অবিক্রিত থেকে গেলেও শেষ মুহূর্তে এই বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে দলে নিয়ে চমক দিল কেকেআর।

9 কোটি 25 লক্ষ টাকায় কৃষ্ণাপ্পা গৌতমকে দলে নিল সিএসকে। আইপিএলের ইতিহাসে কোন আন্তর্জাতিক ম্যাচ না খেলেও সবথেকে বেশি দাম পাওয়া ক্রিকেটার হলেন গৌতম।

https://twitter.com/ChennaiIPL/status/1362387359476506630?s=20

সাত বছর পর আইপিএলে দল পেল চেতেশ্বর পূজারা। 2014 সালে শেষ বার আইপিএলে খেলেছিল পূজারা তারপর থেকে পূজারার রক্ষণাত্মক ব্যাটিংয়ের জন্য কোন দল পূজারাকে নিতে আগ্রহ দেখায়নি। অবশেষে এই বছর চেন্নাই সুপার কিংস দলে নিল পূজারাকে।

2021 আইপিএলে খেলতে দেখা যাবে শচীন পুত্র অর্জুন টেন্ডুলকারকে। 20 লক্ষ টাকা বেস প্রাইজে অর্জুন টেন্ডুলকারকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর