রাজ্য সরকারের “রুপশ্রী” প্রকল্পে হতে চলেছে নিয়োগ

বাংলাহান্ট ডেস্কঃ  সরকারি চাকরি করতে সকলেই চায়। ভালো বেতনের পাশাপাশি জব সিকিউরিটি সরকারি চাকরিকে আকর্ষনীয় করেছে। রাজ্য সরকারের “রুপশ্রী” প্রকল্পের আয়ত্তায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। কোচবিহারে রাজ্য সরকারের “রুপশ্রী” প্রকল্পের আয়ত্তায় হিসেব রক্ষক এবং ডেটা এন্ট্রি পদে নিয়োগ হবে। আবেদন শুরুর তারিখ  ২রা মার্চ, আবেদন করার শেষ তারিখ ২৭শে মার্চ। হিসেব রক্ষক(৪টি) এবং ডেটা এন্ট্রি এই দুটি পদে হবে এই নিয়োগ। শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

আবেদন শুরুর তারিখঃ  ২রা মার্চ ২০২০

আবেদন করার শেষ তারিখঃ ২৭শে মার্চ ২০২০

শূন্য পদ-  হিসেব রক্ষক(৪টি) এবং ডেটা এন্ট্রি এই দুটি পদ।

শিক্ষাগত যোগ্যতা-  স্নাতক। ( অ্যাকাউন্ট্যান্ট  পদের জন্য হতে হবে কমার্সে স্নাতক। এছাড়াও  জানতে হবে ট্যাঁলি, প্রেজেন্টেশন প্যাকেজ, স্প্রেডশিট, এমএস অফিস এর কাজ।  থাকতে হবে ৩ বছরের পূর্ব অভিজ্ঞতাও। ডেটা এন্ট্রির ক্ষেত্রে আবেদনকারীকে যেকোনো শাখায় স্নাতক হলেই চলবে। অবশ্যই জানতে হবে এমএস অফিসের কাজ।  প্রতি মিনিটে অন্তত ৩০ টি শব্দ টাইপ করার স্পীড থাকতেই হবে।  থাকতে হবে ১ বছরের পূর্ব অভিজ্ঞতা।

বয়স সীমা- ১৮ থেকে ৪০ বছর।( সংরক্ষিতরা পাবেন বয়সের ছাড় এবং অবসরপ্রাপ্তরা পাবেন ৬৪ বছর পর্যন্ত ছাড়।)

বেতন-  হিসেব রক্ষক – মাসিক ১৫,০০০ টাকা এবং ডেটা এন্ট্রি – ১১,০০০ টাকা।

সম্পর্কিত খবর