UPSC পরীক্ষায় প্রিলিমস উত্তীর্ণ হলেই মিলবে ১ লক্ষ টাকা! বিরাট ঘোষণা সরকারের

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের একটি অন্যতম কঠিন পরীক্ষা হিসেবে বিবেচিত হয় UPSC (Union Public Service Commission)। প্রতিবছরই বিপুল সংখ্যক পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করেন। যদিও, তাঁদের মধ্যে মাত্র কিছুজনই সফলতা হাসিল করতে পারেন। তবে, এবার এই পরীক্ষার প্রসঙ্গেই সামনে এল একটি গুরুত্বপূর্ণ আপডেট। সম্প্রতি করা একটি ঘোষণা অনুযায়ী এবার UPSC-র প্রিলিমস পরীক্ষায় উত্তীর্ণদের ১ লক্ষ টাকা প্রদান করা হবে বলে জানা গিয়েছে।

UPSC (Union Public Service Commission)-র প্রিলিমস পরীক্ষায় পাশ করলেই মিলবে ১ লক্ষ টাকা:

প্রসঙ্গত উল্লেখ্য যে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি রাজীব গান্ধী নাগরিক অভয়হস্তম যোজনা চালু করেছেন। গত শনিবারই এই স্কিম শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে, তেলেঙ্গানা সরকার UPSC (Union Public Service Commission)-র প্রিলিমস পরীক্ষায় উত্তীর্ণদের ১ লক্ষ টাকা প্রদান করবে। এই স্কিমের মূল উদ্দেশ্য হল UPSC মেইনসের প্রস্তুতিতে উত্তীর্ণ প্রার্থীদের সাহায্য করা। জানা গিয়েছে, সিঙ্গারেনি কোলিয়ারি তার নির্মাণ কর্মসূচির অংশ হিসেবে এই আর্থিক সহায়তা প্রদান করছে।

   
1 lakh will be given for passing the prelims of the Union Public Service Commission exam.
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি

কারা পাবেন এই প্রকল্পের সুবিধা: প্রসঙ্গত উল্লেখ্য যে, এই স্কিমের সুবিধা পেতে, প্রার্থীদের অবশ্যই জেনারেল (EWS), BC, SC বা ST বিভাগের অন্তর্গত হতে হবে। পাশাপাশি, তাদের অবশ্যই তেলঙ্গানার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং UPSC (Union Public Service Commission)-র প্রিলিমস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও, ওই প্রার্থীদের বার্ষিক পারিবারিক আয় ৮ লক্ষ টাকার কম হতে হবে। জানা গিয়েছে যে, সিভিল সার্ভিস পরীক্ষায় যোগ্যতা অর্জনের প্রচেষ্টায় শুধুমাত্র একবার আর্থিক সহায়তা পাওয়া যাবে। তবে, কেন্দ্রীয়, রাজ্য বা সরকারি সেক্টরের সংস্থাগুলিতে স্থায়ী পদে থাকা প্রার্থীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

আরও পড়ুন: ৮ সেকেন্ডে করুন দৃষ্টিশক্তির পরীক্ষা! এই দু’টি ছবিতে থাকা তিনটি পার্থক্যকে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

“বেকারদের ব্যাপক ক্ষতি হয়েছে”: এই স্কিমটি চালু করতে গিয়ে রেভান্থ রেড্ডি বলেন, “TGPSC পরীক্ষায় পেপার ফাঁসের কারণে গত ১০ বছরে বেকার যুবকদের অনেক ক্ষতি হয়েছে। তাই আমাদের সরকার বেকারদের সমস্যা সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে ৩০ হাজার পদ পূরণের নিয়োগে নির্দেশ দেওয়া হয়। আমরা প্রার্থীদের অভিযোগও শুনেছি এবং গ্রুপ ২ পরীক্ষা স্থগিত করেছি।”

আরও পড়ুন: ভারতীয় ফুটবল দলে এবার নতুন কোচ! দায়িত্ব পেলেন ইনি, নাম জানলে আপনিও যাবেন চমকে

পরীক্ষার জন্য পরিকল্পনা: মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, “বেকারদের সমস্যা সমাধানই আমাদের প্রথম অগ্রাধিকার। আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করব।” রেড্ডি ব্যাখ্যা করেছেন কিভাবে তাঁরা পরীক্ষার জন্য পরিকল্পনা করবেন। রেড্ডি বলেন, “রাজ্য বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনে চাকরির ক্যালেন্ডার ঘোষণা করা হবে। সরকার প্রতি বছর মার্চের আগে প্রতিটি বিভাগে শূন্যপদের তথ্য সংগ্রহ করবে। ২ জুনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং ৯ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর