এক লিটার করে জলই যথেষ্ট ৫০ হাজার গাছের জন্য, দাওয়াই রাজস্থানের কৃষকের

বাংলাহান্ট ডেস্ক: গাছের বেড়ে ওঠার জন্য দরকার পর্যাপ্ত পরিমাণে জল, সূর্যের আলো ও অক্সিজেন। এটাই আমরা ছোট থেকে শুনে আসছি। কিন্তু মাত্র এক লিটার জলেও দিব্যি বেড়ে উঠতে পারে একটি গাছ। অবিশ্বাস্য লাগলেও এমনটাই করে দেখিয়েছেন  রাজস্থানের সুন্দররাম বর্মা। ৫০ হাজার গাছ লাগিয়েছেন তিনি। প্রত্যেকটি গাছের জন্যই তিনি বরাদ্দ করেছেন মাত্র এক লিটার জল।

রাজস্থানের সিকার জেলার দান্তা গ্রাম। সেই গ্রামেরই রুক্ষ মাটিতে ৫০ হাজার গাছ বড় করে তুলছেন সুন্দররাম। বেশ কয়েক বছর আগে এই কাজের সূত্রপাত করেন তিনি। সেই বছরের বর্ষায় নিজের ১৭ একর জমির ওপর গড়ে ওঠা ফার্মের সীমান্ত বরাবর চারা গাছ লাগিয়েছিলেন তিনি। কিন্তু গ্রীষ্ম আসতেই এক এক করে সব গাছই শুকিয়ে যায়। তাই বাধ্য হয়ে আবার বর্ষা আসলে চারা গাছ পোঁতেন সুন্দররাম। তবে এবার সীমান্ত বরাবর না লাগিয়ে ফার্মের মাঝ বরাবর গাছ পোঁতেন তিনি। এবার ধনে, লঙ্কা ও নিম গাছের চারা পোতেন তিনি।

কিন্তু পরে চাষের মরশুম শুরু হতেই দানাশষ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। ফলে এই চারা গাছগুলিতে জল দেওয়ার কথা একেবারেই ভুলে যান তিনি। কিন্তু পরে দেখা যায় দিব্যি বেড়ে উঠছে গাছগুলি। কারন অনুসন্ধান করতে গিয়ে তিনি জানতে পারেন মাটতে সঞ্চিত বৃষ্টির জল থেকেই পুষ্টি পেয়েছে গাছগুলি।

কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিউটে শুষ্ক জমিতে চাষবাসের ওপর একটি কোর্স করেন সুন্দররাম। তাঁর কথায়, “বৈজ্ঞানিক উপায়ে কৃষিকে সমৃদ্ধ করতে ও আরও বেশি শস্য ফলাতে কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছিলাম। আমাকে পরামর্শ দেওয়া হয় শুষ্ক জমিতে কীভাবে চাষ করতে হয়, সেই বিষয়ে পড়াশোনা করতে। দু’মাসের এই কোর্স আমাকে অনেকটা পরিণত করে। এক লিটার জলের ফর্মুলা আবিষ্কারেও অনেকটা সাহায্য করেছে।”

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর