নারী ও পুরুষের 10টি অবাক করা মানসিক পার্থক্য

বাংলা হান্ট ডেস্ক : নারী পুরুষের শারীরিক গঠন যেমন আলাদা তেমনি মানসিক বিকাশও আলাদা হয়৷ যদিও বর্তমানে নারী পুরুষের বিভেদ করা কোনও শিক্ষিত মানসিকতার পরিচয় নয় তবে নারী ও পুরুষের মধ্যে কয়েকটি পার্থক্য হয়েছে যা সম্পূর্ণভাবে মানসিক৷ সম্প্রতি একটি সংবাদমাধ্যমে নারী ও পুরুষের যে দশটি মানসিক পার্থক্য রয়েছে সেই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল৷

সেই প্রতিবেদন অনুযায়ী নারী ও পুরুষের মধ্যে যে দশটি মানসিকতার আকাশপাতাল পার্থক্য রয়েছে সেগুলি হল-

1. গাণিতিক ভাবনা- সাধারণত দেখা যায় পুরুষরা বিশেষ করে অঙ্ক কষতে পছন্দ করেন আর মহিলাদের জ্ঞান থাকে ভাষাগত ভাবে৷

2. মারামারি- সাধারণত মহিলারা ঝগড়া করলেও হাতাহাতি অবধি এগোয় না কিন্তু পুরুষদের ক্ষেত্রে ঝগড়া নয় বরং মারামারি টাই বেশি হয়৷

3. সিদ্ধান্ত- যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে পুরুষরা কখনও আবেগকে প্রাধান্য দেয় না তবে মহিলারা আগে আরও সঙ্গীত আবেগ নিয়ে তবেই সিদ্ধান্ত নেয়৷

4. হাসি- মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যখন তখন হাসেন কিন্তু পুরুষরা সাধারণত খুব একটা মজার বিষয় না হলে আসেন না৷

5. জুতো ও গাড়ি- সাধারণত মহিলারা নিজেদের জুতো বেশি পছন্দ করেন তাই জুতো পরিষ্কার রাখেন আর পুরুষদের কাছে প্রিয় গাড়ি তাই গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করেন তাঁরা৷

6. আবেগ- সাধারণত মহিলারা বিশেষ করে আবেগ মূলক কথা বলেন এবং আবেগ ভাব প্রকাশ করেন৷

7. শারীরিক চাহিদা- মানসিক চাপের ক্ষেত্রে পুরুষদের শারীরিক চাহিদা বাড়ে সে ক্ষেত্রে মহিলারা একেবারেই উল্টো৷ 8. বিচক্ষণ ক্ষমতা- পুরুষদের তুলনায় মেয়েদের মানুষ বিচার করার ক্ষমতা অনেকটাই বেশি৷

9. আকর্ষণ- ছেলেরা মেয়েদের সৌন্দর্য দেখে আকর্ষণ বোধ করেন কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই ভাবনাটা একেবারেই আলাদা৷

10. সমস্যা সমাধান- ছেলেরা কখনোই অন্যের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা করেন না কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখা যায় কোনও সমস্যায় পড়লে তা অনেক জনের সঙ্গে আলোচনা করে তবেই সমাধানে আসছে৷

যেহেতু ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেই আলাদা মানুষ তাই আলাদা আলাদা মানুষ হিসেবে আলাদা আলাদা বিচার বুদ্ধি এবং বিচক্ষণ ক্ষমতা হবে এটাই স্বাভাবিক, তার ওপর নির্ভর করে একজন ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য৷

সম্পর্কিত খবর