রাজ্যসভায় বিরোধীদের তুমুল বিক্ষোভ, সাসপেন্ড হলেন তৃণমূলের ৭ সহ ১০ সাংসদ

বাংলাহান্ট ডেস্ক : অসংসদীয় আচরণের অভিযোগে ১৯ জন সাংসদকে সাসপেন্ড করা হল রাজ্যসভা (Rajya Sabha) থেকে। তার মধ্যে টিএমসির দোলা সেন (Dola Sen) মৌসম নূর (Mousam Noor), শান্তনু সেন (Shantanu Sen) এবং সুস্মিতা দেবও (Susmita Dev) রয়েছেন এই তালিকায়। জানা যাচ্ছে এক সপ্তাহের জন্য তাঁদের সাসপেন্ড করা হয়েছে। এর আগে বাজেট অধিবেশনে একাধিক টিএমসি (TMC) এবং কংগ্রেস (Congress) সাংসদকে সাসপেন্ড করা হয়। তার জন্য সংসদ চত্ত্বরে লাগাতার বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা।

সংসদ অধিবেশনে হইহট্টগোলের জন্য সোমবার লোকসভার চার কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করেছিলেন লোকসভার স্পিকার ওম প্রকাশ বিড়লা। চব্বিশ ঘণ্টার মধ্যেই এবার সংসদের উচ্চককক্ষে (Rajya Sabha) আরও বড় সংখ্যায় বিরোধী সাংসদদের সাসপেন্ড (Suspended) করা হল।

এদিন রাজ্যসভার মোট ১০ জনকে সাসপেন্ড করা হয়েছে কক্ষে হট্টগোল করার জন্য। তাঁদের মধ্যে চার জন তৃণমূল (TMC) সাংসদও রয়েছেন।

নির্বাসিত হওয়া তৃণমূল সাংসদরা হলেন :
১) সুস্মিতা দেব (এআইটিসি)
২) মৌসম নূর (এআইটিসি)
৩) দোলা সেন (এআইটিসি)
৪) ড. শান্তনু সেন (এআইটিসি)
৫) অভি রঞ্জন বিস্বর (এআইটিসি)
৬) শান্তা ছেত্রী (এআইটিসি)
৭) মহম্মদ নাদিমুল হক (এআইটিসি)

গতকাল লোকসভায় কংগ্রেসের যে চার সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল তাঁদের শাস্তি অনেকটাই বেশি। গোটা বাদল অধিবেশনেই তাঁরা কক্ষে ঢুকতে পারবেন না। তবে রাজ্যসভার এই ১০ সাংসদকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়েছে।

প্রথম চারদিন দুই কক্ষই গোলমালের জন্য অধিবেশন শুরুর কিছু পরেই বন্ধ করে দিতে বাধ্য হয় স্পিকার ও চেয়ারম্যান। তারপরও সংসদের ভিতরে-বাইরে চলেছে বিক্ষোভ। সংসদ চত্বরে বিক্ষোভ ধর্নায় নিষেধাজ্ঞা জারি করার পরও এদিন বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল।

জানা যাচ্ছে, সংসদ চালানো নিয়ে গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রীদের নিয়ে বৈঠক গুরুত্বপূর্ণ করেন। বিজেপির পক্ষ থেকে লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যানের উপর পাল্টা চাপ সৃষ্টি করা হয় যাতে সভা চালানো সম্ভব হয়।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর