কর্ণাটকে করোনায় আক্রান্ত ১০ মাসের শিশু! করোনায় আক্রান্ত হয়ে মৃত এক

বাংলা হান্ট ডেস্কঃ কর্ণাটকে (Karnataka) ১০ মাসের এক বাচ্চার মধ্যে করোনা ভাইরাস (Coronavirus) পাওয়া গেলো। দক্ষিণ কন্নড় জেলার সজিপনডু এলাকা থেকে এই মামলা সামনে এসেছে। জেলার ডেপুটি কমিশনার এই খবরের সত্যতা যাচাই করেছেন। এর আগে কর্ণাটকের তুমকুরুতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সী এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। কর্ণাটকে করোনাভাইরাসের কারণে এটা তৃতীয় মৃত্যু। জেলার এক আধিকারিক জানান যে, ওই ব্যাক্তি বিদেশ সফরে যাননি।

corona 1 1

ওই ব্যাক্তি পাঁচ মার্চ ট্রেনে করে দিল্লী গেছিলেন আর ১১ মার্চ দিল্লী থেকে নিজের বাড়ি ফিরে এসেছিলেন। এরপর ওনার রিপোর্ট পজেটিভ পাওয়া গেছিল। ট্রেনে ওনার সাথে সফর করা যাত্রীদের খোঁজ চলছে। এই তথ্য তুমকুরুর ডেপুটি কমিশনার রাকেশ কুমার দেন।

রাজ্যের স্বাস্থ এবং পরিবার কল্যাণ মন্ত্রী বি শ্রীমালু এই খবরের সত্যতা যাচাই করছেন যে, ওই ব্যাক্তির মৃত্যু করোনা ভাইরাসের কারণেই হয়েছে। উনি রাজ্যবাসীকে লকডাউন পালন করা আর ঘরে থাকার আবেদন করে।

outbreak coronavirus world 1024x506px

কর্ণাটকে এর আগে ৭০ বছরের মহিলা এবং ৭৬ বছরের এক পুরুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যান। রাজ্যে করোনা সংক্রমিত মানুষের ৫০ পার করেছে। যেটা অনেক চিন্তার বিষয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর