যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছিল পাকিস্তান, পাল্টা হানা দিয়ে ১০ জন পাক জওয়ানকে নিকেশ করল ভারত

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) লাগাতার যুদ্ধ বিরতি লঙ্ঘন করা পাকিস্তানকে (Pakistan) চরম শিক্ষা দিলো ভারতীয় সেনা (Indian Army)। তত্রাপানি এলাকায় ভারতীয় সেনার পাল্টা ফায়ারিংয়ে পাকিস্তানের কমপক্ষে ১০ জন জওয়ান খতম হয়েছে। আর বেশ কয়েকজন আহতও হয়েছে। ভারতীয় সেনা পাকিস্তানের বেশ কয়েকটি সেনা ছাউনিও ধ্বংস করে দেয়।

উল্লেখ্য, এলওসিতে মঙ্গলবার সকালে প্রায় সাতটা নাগাদ পাকিস্তানি সেনা পুঞ্ছ জেলার কৃষ্ণা ঘাঁটি, মনকোট সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনা ছাউনি আর জনবহুল এলাকা গুলোকে লক্ষ্য করে ফায়ারিং শুরু করে। মর্টারও ফায়ার করে। পাকিস্তানি সেনার এই দুঃসাহসের জবাব ভারতীয় সেনাও মোক্ষম ভাবে দেয়। প্রায় তিন ঘণ্টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে।

গোলাগুলিতে মনকোট সেক্টরের বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়, এবং বেশ কিছু গৃহ পালিত পশু আহত হয়। আচমকা গোলাগুলি শুরু হওয়ায় গ্রামবাসীরা সুরক্ষিত স্থানে গিয়ে নিজেদের প্রাণ বাঁচান। এই ঘটনার পর ভারতীয় সেনা পাকিস্তানি সেনার সেই ছাউনি গুলোকে লক্ষ্য করে গোলাগুলি চালায়, যেখান থেকে পাকিস্তানি সেনা ফায়ারিং করছিল। ভারতীয় সেনার জবাবি হানায় পাকিস্তানি ছাউনি গুলো থেকে ধুয়ো উঠতে দেখা যায়।

জুলাই মাসে পাকিস্তান এলওসিতে পুঞ্ছ, রাজৌরি, কুপওয়ারা আর বারামুলা জেলায় ৪৭ বার যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে। পাকিস্তানের এই যুদ্ধ বিরতির ঘটনায় সীমান্তের পাশে থাকা মানুষেরা জানান, কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর থেকেই পাকিস্তানি সেনা প্রতিদিনই যুদ্ধ বিরতি লঙ্ঘন করে। পাকিস্তানের এই কাজে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর