মহাপ্রচার অভিযানে BJP! ১০০ নেতা-মন্ত্রী, ১ লক্ষ কর্মী নিয়ে ময়দানে নামছে পদ্ম শিবির, টার্গেট ১ কোটি জনতা

বাংলাহান্ট ডেস্ক : দিল্লি পৌর নিগম (MCD) নির্বাচন নিয়ে আজ মহাযজ্ঞে বিজেপি (BJP)। ১০০ বড় নেতা এবং প্রায় ১ লক্ষ কর্মী সমর্থক নিয়ে মাঠে নামছে গেরুয়া শিবির। মূল লক্ষ্য বিপুল জনসংযোগ। প্রায় ১ কোটি মাবুষের কাছে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। পুরো অভিযানে নেতৃত্ব দেবেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রত্যেকটি বুথে প্রত্যেকটি বাড়িতে আজ পৌঁছে যাবেন বিজেপি নেতারা।

এমসিডি নির্বাচন উপলক্ষে রীতিমতো আক্রমণাত্মক প্রচার অভিযান চালাচ্ছে পদ্ম শিবির। সমস্ত অভিজ্ঞ নেতা, বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, সাংসদ, বিধায়ককে সঙ্গে নিয়ে আজ ময়দানে নামছে বিজেপি। গত রবিবারও এমনই আক্রমণাত্মক প্রচার চালায় বিজেপি। গতকাল শনিবারও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামী, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সহ একাধিক নেতা রোড শো করে সাধারণ মানুষের কাছে পৌঁছে যান। এই প্রত্যেক নেতা আজ রবিবারও প্রচার অভিযানে অংশ নেবেন বলে জানা যাচ্ছে।

বিজেপি নেতা হর্ষ মালহোত্রা এদিন জানান, ‘একাধিক বাধা থাকা সত্ত্বেও বিগত ১৫ বছর ধরে দিল্লির পৌর নিগম অসাধারণ কাজ করেছে। প্রত্যেক বাড়ি থেকে শুরু করে ল্যাণ্ডফিল সাইট পর্যন্ত সনস্ত আবর্জনাকে পরিস্কার করেছে।’ তিনি আরও জানানা, ‘আজ ১ লক্ষ বিজেপি কর্মী সমর্থক প্রত্যেকটি বাড়িতে যাবে। সমস্ত মানুষকে বিজেপি সরকারের প্রয়োজনীয়তা বোঝাবে। জেপি নড্ডার নেতৃত্বে এই মহাপ্রচার অভিযানে ১০০ এর বেশি নেতা মন্ত্রী অংশ নেবেন।’ এই অনুষ্ঠানে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অংশ নেবেন বলে জানান হর্ষ মালহোত্রা।

এদিকে বসে নেই আম আদমি পার্টিও। এই সপ্তাহেই অভিনব পদ্ধতিতে প্রচার চালিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দলও। আপের প্রচারের প্রথম পর্ব ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দিল্লির স্কুল এবং হাসপাতালগুলির কীভাবে উন্নয়ন করেছেন কেজরীবাল, তা মানুষের সামনে তুলে ধরা। পুরনিগমের দায়িত্ব পেলেও এইভাবেই কাজ করে দেখাবে আপ, তা বোঝানো হয়েছে। স্লোগান তোলা হয়েছিল, ‘এমসিডিতেও কেজরিবাল’। প্রচারের দ্বিতীয় পর্বের স্লোগান, ‘কেজরীবালের সরকার, কেজরীবালের পর্ষদ’। বুধবার থেকেই প্রচারে গতি আসবে। ২ ডিসেম্বর পর্যন্ত জায়গায় জায়গায় পথসভা করবেন তারকা প্রচারকরা। এছাড়া থাকবে গিটার শো, ম্যাজিক শো এবং পথ নাটক। পাশাপাশি ‘ডান্স ফর ডেমোক্রেসি’ বা ‘গণতন্ত্রের জন্য নৃত্য’ নামে ফ্ল্যাশমবেরও আয়োজন করবেন আপ-এর কর্মীরা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর