মৃত গরুর শেষকৃতে শতাধিক মানুষের ঢল উত্তরপ্রদেশে, প্রশ্নের মুখে প্রশাসন

বাংলাহান্ট ডেস্কঃ বিভিন্ন জায়গায় লকডাউনের নিয়ম ভঙ্গের অভিযোগের মধ্যে, এবার যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) উত্তরপ্রদেশে (Uttar Pradesh) লঙ্ঘিত হল লকডাউনের নিয়ম। গোমাতার মৃত্যুতে ব্যান্ড পার্টি নিয়ে প্রায় ১৫০ জনের মিছিল বেরোল রাস্তায়। প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়েই চলল শবযাত্রার মিছিল।

লকডাউন উপেক্ষা করল প্রায় ১৫০ জন
করোনা ভাইরাসের প্রকোপ থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)) চতুর্থ দফা লকডাউনের সময় সীমা বাড়িয়ে ৩১ শে মে অবধি নির্ধারিত করে দিয়েছেন। এই সময়ের মধ্যে বিশেষ বিশেষ জায়গায় আবার লঘু করা হয়েছে লকডাউনের বিধি নিষেধও। কিছু কিছু জায়গায় মানুষজন নানা অছিলায় আবার ভেঙ্গেও ফেলছেন লকডাউনের নিয়ম। এরই মধ্যে কোন রকম বিধি নিষেধের তোয়াক্কা না করেই উত্তরপ্রদেশে এক গরুর মৃত্যুতে মিছিলে সামিল হল প্রায় ১৫০ জন মানুষ।

গরুর মৃত্যুতে বের হল শবমিছিল
সম্প্রতি উত্তরপ্রদেশের মামিন গ্রামের এক দোকানের সামনে কিছু দিন ধরে আশ্রয় নিয়েছিল এক অসুস্থ গরু। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, স্থানীয়রাই ওই গরুটির দেখভাল করে তাঁকে খাবার খেতে দিত। কিন্তু গত বৃহস্পতিবার গরুর মৃত্যুতেই ঘটে বিপত্তি।

গোমাতার মৃত্যুতে শোকের বশবর্তী হয়ে গরুর শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্ত নেন স্থানীয়রা। ব্যান্ড পার্টি ভাড়া করে স্থানীয়রা মহিলা এবং পুরুষরা একত্রে মিলে রাস্তায় শোভাযাত্রা বের করেন। প্রশাসনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে রীতিমতো লকডাউনের নিয়মকে অমান্য করেই বের করে এই শবযাত্রা। দীর্ঘদিন ধরে তাঁদের গ্রামে থাকা গরুর শেষ যাত্রায় তারা সকলেই অংশ নেবে, এমনটাই ছিল তাঁদের দাবী।

গ্রেপ্তার করা হয় প্রায় ১০০ জনকে
প্রায় ১৫০ জনের এই শবমিছিলের মধ্যে থেকে প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করে স্থানীয় প্রশাসন। ঘটনার পরবর্তীতে দোকানদার দিনেশ চন্দ্র শর্মা জানান, “বেশ কয়েকদিন ধরেই আমার দোকানের সামনেই গরুটি থাকত। গোমাতার মৃত্যুতে শোকর্ত হয়ে পড়ে গোটা এলাকা। সকলেই গোমাতার শেষযাত্রায় অংশ নিতে চাইছিল। কীভাবে নিষেধ করতাম বলুন!”

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর