জারি হল সরকারি চাকরির বিজ্ঞপ্তি, দশম শ্রেণী পাশ হলে আপনিও করুন আবেদন

বাংলাহান্ট ডেস্কঃ চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। বর্তমান কালে চাকরির যা বাজার আর তাতে প্রতিযোগিতার যা মাত্রা, তাতে  চাকরিপ্রার্থীদের কাছে সরকারি চাকরি (Govt Job) স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। তদুপরি শুধু এ রাজ্যে নয় সমগ্র দেশজুড়ে যা সরকারি চাকরির বিজ্ঞপ্তি জারি হয়, আমরা তা প্রাশয় তাঁদের কাছে তুলে ধরি। যাতে চাকরিপ্রার্থীরা (Job seeker) প্রস্তুতি নিলেও, চাকরির বিজ্ঞপ্তির (Job Notification) জন্য অপেক্ষা না করে থাকে।

   

আজ আমরা তেমনই কয়েকটি সরকারি চাকরির ব্যাপারে খুঁটিনাটি তুলে ধরব, যদি আপনি ন্যূনতম মাধ্যমিক পাশ হন,তাহলে সত্বর আবেদন করুন (10th Pass Job)। নীচে চাকরির শূন্যপদগুলি বিস্তারিত তুলে ধরা হল—

১) চন্ডীগড় পৌর করপোরেশনে কেরানী, পাটোয়ারী, উপ-পরিদর্শক, স্টেনো সহ একাধিক পদে মোট ১৭২ টি শূন্যপদের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ৪ এপ্রিল থেকে আবেদন পর্ব শুরু হয়েছে, আর তা চলবে ৩ মে পর্যন্ত। আবেদনের জন্য mcchandigarh.gov.in ওয়েবসাইটে প্রবেশ করুন।

Job News,চাকরির খবর,Job seeker,চাকরিপ্রার্থীরা,চাকরির বিজ্ঞপ্তি,Job Notification,সরকারি চাকরি,10th Pass Job,Govt Job

২) পাঞ্জাব সাবর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড শিক্ষা বিভাগে ৭৫০ টি লাইব্রেরিয়ানের শূন্যপদের বিজ্ঞপ্তি জারি করেছে। এই চাকরির জন্য প্রার্থীদের দ্বাদশ শ্রেণী পাশের পাশাপাশি দু’বছরের গ্রন্থাগার বিজ্ঞানের উপর ডিপ্লোমা করা থাকতে হবে। ১৮ থেকে ৩৭ বছর পর্যন্ত বয়সী প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। আর আবেদনের শুরু হয়েছে আজ অর্থাৎ ৫ এপ্রিল থেকে , যা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।

৩) হরিয়ানা বিধানসভায় চাকরির জন্য ১৭ বছর থেকে ৪২বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। রাজ্য সরকারের নিয়ম অনুসারে, সর্বাধিক বয়সসীমাতেও শিথিলতা পাওয়া যাবে। টেলিফোন অপারেটর, টেলিফোন অ্যাটেন্ডেন্ট এবং হিন্দি টাইপিস্টের জন্য একটি করে পোস্ট রয়েছে। যার মধ্যে দশম পাস প্রার্থীর টেলিফোন অপারেটরের জন্য এবং টেলিফোনে অ্যাটেন্ডেন্টের জন্য দশম ও স্নাতক প্রার্থীর খোঁজ করা হয়েছে। হিন্দি টাইপিস্টের জন্য, দশমিক এবং দ্বাদশ পাসের প্রার্থীদের নুন্যতম ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। এছাড়াও কেরানি পদে দুটি শূন্যপদ রয়েছে।

সম্পর্কিত খবর