মধুর প্রতিশোধ! আফগান বায়ুসেনার এয়ারস্ট্রাইকে টপ কম্যান্ডার সহ নিকেশ ১২ জঙ্গি

বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানের (Afghanistan) তখর প্রান্তে বুধবার রাতে আফগানী বায়ুসেনার হাওয়াই হামলায় তালিবানের কয়েকজন কম্যান্ডার সমেত ১২ জঙ্গি নিকেশ হয়েছে। এরা সবাই সম্প্রতি পুলিশ হেডকোয়ার্টারে জঙ্গি হানায় যুক্ত ছিল।

স্থানীয় আধিকারিকরা বৃহস্পতিবার জানান, তখার প্রান্তে একটি গ্রামে বুধবার তালিবানি জঙ্গিরা আফগান সেনার উপর হামলা করেছিল। এরপর আগফগান বায়ুসেনা তালিবানি জঙ্গিদের উপর এয়ারস্ট্রাইক করে, এই স্ট্রাইকে কয়েকজন তালিবানি কম্যান্ডার সহ ১২ জন জঙ্গি নিকেশ হয়। যদিও এই স্ট্রাইকে কয়েকজন নাগরিকেরও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, সেটির তদন্তও চলছে।

এর আগে ২১ অক্টোবর তালিবানের হামলায় আফগানিস্তানের ২৫ জন সেনা জওয়ান প্রাণ হারায়। তখার প্রান্তে গভর্নরের মুখপাত্র জাভেদ হেজরি বলেন, এই মামলার পর সেনা আর তালিবানি জঙ্গিদের মধ্যে এনকাউন্টার শুরু হয়। এই এনকাউন্টারে জঙ্গিদের বেশ ক্ষতিও হয় বলে জানা যায়। যদিও, এখনো পর্যন্ত এটা জানা যায়নি যে, ওই এনকাউন্টারে কতজন জঙ্গি নিকেশ হয়েছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর