১৩ বছর বয়সেই চুরি করে বিমান ওড়ানোর চেষ্টা কিশোরের।

বাংলা হান্ট ডেস্ক: ছোটবেলায় পাইলট হওয়ার স্বপ্ন দেখে অনেক খুদেই।এক্ষেত্রেও তাই। পূর্ব চিনের ঝেজিয়াং প্রদেশের হুজহউ শহরে র এক খুদেরও এই শখ বহুদিনের। কিন্তু, পড়াশোনা করে পাইলট হতে তো অনেক সময় লেগে যাবে। তাই বছর ১৩ এর ওই কিশোর অপেক্ষা না করে লুকিয়ে বিমানবন্দরে ঢুকে প্লেন চুরি করে ওড়ানোর চেষ্টা করে । কিন্তু কাঁচা হাতে সামলাতে না পেরে এগিয়ে যায় বিমানবন্দরের গার্ডরেলের দিকে। তার পর সোজা ধাক্কা খায় বিমান সমেত।অত সহজে হাল ছাড়ার পাত্র নয় সে। ওই বিমান থেকে নেমে পাশের আর একটি ফাঁকা বিমানে চড়ে বসে ওই কিশোর। সেটিকেও চালানোর চেষ্টা করে সে। কিন্তু শেষমেশ পেরে ওঠে না সে।

মাঝরাতে শহরের ছোট বিমানবন্দরে সকলের নজর এড়িয়ে ঢুকে পরে ওই কিশোর। এর পর সোজা চলে যায় বিমানবন্দরের এক কোনায় রাখা ছোট বিমানগুলির দিকে। গোটা ঘটনাটি ধরা পড়েছে বিমানবন্দরের সিসিটিভি-তে। রবিবার সেই ভিডিয়ো প্রকাশ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। তার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় কিশোরের প্লেন চালানোর দৃশ্য।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি গার্ডরেলে ধাক্কা দেওয়ায় প্রায় ৮,০০০ ইয়ান (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮০,০০০ টাকার সমান) ক্ষতি হয়েছে। তবে, এই ঘটনায় কিশোরটির উপর একেবারেই রাগ করেনি বিমানবন্দরের আধিকারিকরা বরং বিমানের প্রতি কিশোরটির আকর্ষণ দেখে মুগ্ধ বিমানবন্দর কর্তৃপক্ষ। কিশোরের অভিভাবকরা রাজি হলে কিশোরটিকে বিমান চালানোর প্রশিক্ষণ দিতেও রাজি তাঁরা বিমানবন্দর কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর