‘ভীর-জারা- ভারত-পাকিস্তান’ রোমান্স সাম্রাজ্যের অধিপতি শাহরুখ খান এর অনবদ্য ছবির ১৫ বছর পূর্তি

 

অমিত সরকার ঃপ্রেম মোহাব্বত প্যায়ার কা নাম হোতা হে। যা কোন সীমানা মানে না। যা কোনো পরিধি দৈর্ঘ্য-প্রস্থ কিন্তু মানে না। কোনো পৃথিবীর বেড়াজাল মানে না। যাকে ঘিরে উল্লাস উন্মাদনা হৃদয়ে যেন ঢেউ তোলে। অন্যদিকে না পাওয়ার বেদনা পূর্বরাগ ও অনুরাগ আক্ষেপানুরাগ যেন দানা বাধে প্রেমের অনন্য এক আঙ্গিনায়। তেমনি একজন ছিলেন বীর প্রতাপ সিং শাহরুখ খান। তিনি ছিলেন ভারতীয় বায়ু সেনায়। ভালো লেগে যায় পাকিস্তানের এক মেয়েকে। কিন্তু সেই ভালোবাসাকে রূপ দিতে গিয়ে শেষ পর্যন্ত তাকে পাকিস্তানের জেলে বন্দী থাকতে হয় বহু বছর। বৃদ্ধ বয়সে খুঁজে পায় তার প্রেমিকাকে। আর এই ছবি নিয়ে টান টান উত্তেজনা বলিউডে। এক অনন্য নজির সৃষ্টি করেছিল বীরজারা। আর সেই কাহিনী 15 বছর পূর্ণ করল এবছর।

শাহরুখ খান – বীর প্রসাদ সিং প্রীতি জিন্তা – জারা হায়াত খান রাণী মুখার্জী – সামিয়া সিদ্দিকী,অমিতাভ বচ্চন – চৌধুরী সুমের সিং,হেমা মালিনী – সরস্বতী (মিসেস. সুমের সিং)মনোজ বাজপাই – রাজা সারাজীদিভ্যা দত্ত – সাব্বঅখিলেন্দ্র মিশ্র – একজন পাকিস্তানি জালোরকিরণ খের – মিসেস. জেহানগির খানবমন ইরানি – জেহানগির খান (জারা’র বাবা ও পাকিস্তানি রাজনীতিবিদ)অনুপম খের – জাকির আহমেদ (আইনজীবী)।


শ্রেষ্ঠ ছবিশ্রেষ্ঠ পরিচালক – যশ চোপড়াশ্রেষ্ঠ অভিনেতা – শাহরুখ খান শ্রেষ্ঠ সাপোর্টিং অভিনেত্রী – রানী মুখোপাধ্যায়শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক – লেট মদন মোহনশ্রেষ্ঠ গল্পের আদিত্য চোপড়া।জাতীয় চলচ্চিত্র পুরস্কারসম্পাদনা শ্রেষ্ঠ ছায়াছবির জনপ্রিয় সুস্থ বিনোদন প্রদান স্টারডাস্ট পুরস্কারসম্পাদনাশ্রেষ্ঠ বছরের তারকা – মহিলা – প্রীতি জিন্তা,শ্রেষ্ঠ সাপোর্টিং অভিনেত্রীর পুরস্কার – কিরণ খেরস্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসসম্পাদনাশ্রেষ্ঠ ছায়াছবিরশ্রেষ্ঠ অভিনেতা – শাহরুখ খানশ্রেষ্ঠ সংলাপ – আদিত্য চোপড়াশ্রেষ্ঠ গল্প – আদিত্য চোপড়াজুটি নম্বর ১ – শাহরুখ খান ও প্রীতি জিন্তাজি সিনে অ্যাওয়ার্ডসসম্পাদনাশ্রেষ্ঠ চলচ্চিত্র – যশ চোপড়ার ‘আদিত্য চোপড়া (প্রযোজক)শ্রেষ্ঠ পরিচালক – যশ চোপড়াশ্রেষ্ঠ অভিনেতা – শাহরুখ খানশ্রেষ্ঠ সাপোর্টিং অভিনেত্রী – দিব্যা দত্তবলিউড মুভি অ্যাওয়ার্ডসসম্পাদনাশ্রেষ্ঠ চলচ্চিত্র – যশ চোপড়ার ‘আদিত্য চোপড়াশ্রেষ্ঠ পরিচালক – যশ চোপড়াশ্রেষ্ঠ অভিনেতা – শাহরুখ খানশ্রেষ্ঠ সঙ্গীত – লেট মদন মোহনশ্রেষ্ঠ গান – জাভেদ আখতার – (তেরে লিয়ে…)গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডসসম্পাদনাশ্রেষ্ঠ অভিনেতা – শাহরুখ খানশ্রেষ্ঠ সাপোর্টিং অভিনেত্রী – দিব্যা দত্তশ্রেষ্ঠ গল্প – আদিত্য চোপড়া

এই ছবির সাথে কাজ করে রানী মুখার্জির অনেক আপ্লুত। এবং বৃদ্ধ শাহরুখ খানের সাথে অভিনয় যেন এক বিরল মুহূর্ত। আদিত্য চোপড়ার স্নেহধন্য হিসাবে কাজ। এবং তাদের প্রতি অত্যন্ত মনোযোগের নজির তিনি দেখেছেন। তারই স্মৃতিচারণে উল্লেখ করলেন সেসব কথা।

সম্পর্কিত খবর