ভিসা ছাড়াই ভারতীয়রা যেতে পারবে এই ১৬ টি দেশে, ঝটপট করে দেখে নিন তালিকা

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যসভায় একটি লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী মুরালিধরন বলেন, ৪৩ দেশে ভিসা অন অ্যারাইভাল সুবিধা উপলব্ধ আছে। আর ৩৬ টি দেশ ভারতীয় পাসপোর্ট (Indian Passport) ধারকদের ই-ভিসার সুবিধা প্রদান করছে। তিনি জানান, ১৬ টি দেশ এমন আছে, যেখানে ভারতীয় পাসপোর্ট ধারকেরা কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন। সেই দেশগুলি হল বার্বাডোস, ভুটান, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, হংকং SAR, মালদ্বীপ, মরিশাস, মন্টসেরাট, নেপাল, নিউ দ্বীপ, সমোয়া, সেনেগাল, ত্রিনিদাদ আর টোবাগো, সেন্ট ভিনসেন্ট, গ্রেন্ডাইন্স আর সার্বিয়া।

কেন্দ্র সরকার দ্বারা দেওয়া তথ্য অনুযায়ী, ইরান, ইন্দোনেশিয়া আর মায়ানমার ভারতীয় পাসপোর্ট ধারকদের ভিসা অন অ্যারাইভালের সুবিধা প্রদান করে। এছাড়া শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড আর মালয়েশিয়া ছাড়াও আরও ৩৩ টি দেশ ভারতীয় পাসপোর্ট ধারকদের ই-ভিসা প্রদান করে। মন্ত্রী জানান, আন্তর্জাতিক যাত্রাকে আরও সহজ বানানোর উদ্দেশ্যে ভারতীয়দের ভিসা মুক্ত জাত্রা, ভিসা অন অ্যারাইভাল আর ই-ভিসা সুবিধা প্রদান করা দেশের সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর