খাস কলকাতায় গণপিটুনিতে খুন নাবালক, দানা বাঁধছে একের পর এক রহস্য

বাংলাহান্ট ডেস্কঃ গভীর রাতে চোর সন্দেহ গণপিটুনির শিকার এক বছর ১৬-র কিশোর। ক্ষতবিক্ষত এবং রক্তাক্ত অবস্থায় তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় একাধিক রহস্যের দানা বেঁধেছে। ঘটনায় ৬ জনকে গ্রেফতার করে তদন্তে নেমেছে পুলিশ।

ঘটনাটি ঘটে শুক্রবার রাত প্রায় ১ টার পর। জানা গিয়েছে, ট্যাংরার বাসিন্দা বছর ১৬-র মহম্মদ সোনু রাত ১ টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন। এই করোনাকালে রাতে যেখানে নাইট কার্ফু চলছে, সেখানে এতো রাতে বাড়ি থেকে কেন বেড়িয়েছিলেন সোনু? উত্তরে পরিবার জানায়, শিয়ালদহ মার্কেটে সবজির ব্যবসা থাকার কারণেই, অত রাতেই বাড়ি থেকে বেরোতে হত তাঁকে। আর তার জেরেই ঘটে এই বিপত্তি।

vhvsdv

সূত্রের খবর, গতকাল রাত ১ টা নাগাদ বাড়ি থেকে বেরোনোর পর চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয় সোনুকে। অভিযোগ উঠেছে, সেইসময় মার খেয়েই অজ্ঞান হয়ে পড়ে সোনু। তৎক্ষণাৎ তাঁকে গুরুতর আহত অবস্থায় এনআরএস হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

তবে প্রাথমিক ধারণা অনুযায়ী সোনুকে চোর সন্দেহে মারধর করার বিষয়টা স্মনে এলেও, এবিষয়ে বেশকিছু খটকা রয়েছে। যেমন হাসপাতালে নিয়ে যাওয়ার সময়, হাতে ও মাথায় ধারাল অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন দেখা গিয়েছিল সোনুর। তারউপর আবার সারা শরীর রক্তে জমাট বাঁধার মধ্যে কিছু জায়গার মাংস খুবলে বেরিয়েও এসেছে। সবমিলিয়ে এটা পরিকল্পিত খুন নাকি নিছক চোর সন্দেহে হত্যা, সেই রহস্য দানা বাঁধছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশাবাহিনী।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর