বয়স মাত্র ১৭, কিন্তু এরমধ্যেই ছয় মাসের ব্যবধানে তিনবার বিশ্বের ১নং দাবাড়ুকে মাত দিলেন প্রজ্ঞানানন্দ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বয়স মাত্র ১৭ বছর। কিন্তু তা সত্ত্বেও চলতি বছরে মাত্র ছয় মাসের ব্যবধানে এই নিয়ে তৃতীয়বার দাবার বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) পরাস্ত করলেন চেন্নাই তথা ভারতের তরুণ গ্র্যান্ড মাস্টার রমেশবাবু প্রজ্ঞানানন্দ (Praggnanandhaa)। এবার এফটিএক্স ক্রিপ্টো কাপে বিশ্বের পয়লা নম্বরকে হারালেন তিনি।

যদিও প্রজ্ঞানানন্দ এই ম্যাচে জিতলেও টুর্নামেন্ট বিজয়ী হলেন কার্লসেনই। কাল মায়ামিতে নির্ধারিত সময়ে স্কোর ছিল ২-২তে। শেষ অবধি ব্লিৎজ টাইব্রেকারে প্রতিপক্ষকে মাত দেন প্রজ্ঞানানন্দ। পরপর তিন বার একই প্রতিপক্ষের কাছে হারে কিছুটা হতাশ বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেন। প্রায় জিতে নেওয়া ম্যাচ তাকে হারতে নিজের ভুলের কারণেই। প্রজ্ঞানানন্দ জয় তুলে নেন আর্মাগেডন টাইব্রেকারে।

R Praggnanandhaa Magnus Carlsen

যদিও ম্যাচ জিতে খুব একটা খুশি নন প্রজ্ঞানন্দ কারণ ট্রফি জেতা যায়নি। গোটা টুর্নামেন্টে সবচেয়ে বেশি স্কোর থাকায় ফলে ট্রফি নিশ্চিত ছিল ম্যাগনাস কার্লসেনের এবং এই ম্যাচটি ছিল নিয়মরক্ষার। তরুণ ভারতীয় তারকা রানার্স আপ হন। যদিও প্রতিযোগিতায় শুরুটা অসাধারণ হয়েছিল তার। টানা চার ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিলেন। কিন্তু চিনের প্রতিপক্ষ কোয়াং লিয়েম লি’র বিরুদ্ধে হারের পরই তার ট্রফি জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। তারপর ফের ষষ্ঠ ম্যাচে পোল্যান্ডের গ্র্যান্ড মাস্টার জান-কিজিস্টফ ডুডার কাছেও হারের মুখ দেখতে হয় তাকে।

ট্রফি জিততে না পারলেও অবশ্য প্রজ্ঞানানন্দকে নিয়ে উৎসাহের অন্ত নেই ক্রীড়াপ্রেমীদের মধ্যে। বারবার বিশ্বের এক নম্বর তারকাকে বাদ দেওয়া মোটেই মুখের কথা নয়। প্রজ্ঞানানন্দ নিজে এই জয়টাকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি না হলেও তাঁর ভক্তরা তার পারফরম্যান্সে সন্তুষ্ট। চলতি বছরের প্রথমে এয়ারথিংস মাস্টার্সে এবং পরে চেজেবল মাস্টার্সে কার্লসেনকে হারানোর পর এবার এই টুর্নামেন্টেও তার বিরুদ্ধে জয় পেলেন তিনি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর