উলট পুরাণ মালবাজারে! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ২০০ জনের

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যজুড়ে যখন বিরোধী দল ছেড়ে শাসকদলে যোগ দেওয়ার হিড়িক, সেই সময়ই উলটো ছবি দেখা গেল মালবাজারে। দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় ২০০ তৃণমূল কর্মী। ঘটনার জেরে স্বভাবতই বেশ কিছুটা অস্বস্তিতে শাসকদল।

তৃণমূলের মতন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপিও। সমতলের গণ্ডী পেরিয়ে তাই এবার চা বাগান গুলিতে নিজেদের সংগঠনকে জোরদার করতে চাইছে তারা। বুধবার মালবাজারের মেটেলির নাগেশ্বরী চা বাগানে বিকেল থেকে রাত পর্যন্ত দীর্ঘক্ষণ বৈঠক করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই বৈঠকের শেষেই বিজেপির আপার মণ্ডল কমিটির তরফে অনুষ্ঠিত হয় এই যোগদানের কর্মসূচি।

বিজেপি সূত্রে দাবি, ওই সভাটিতে বিজেপিতে যোগদান করেন চা বাগান এলাকার প্রায় ২০০ জন মানুষ। যোগদানকারী নয়া কর্মীদের প্রত্যেকের হাতে দলের ঝাণ্ডা তুলে দেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী, বিধায়ক পুনা ভেংরা সহ অন্যান্য নেতারা। প্রসঙ্গত উল্লেখ্য, মাস তিনেক আগে নাগেশ্বরী চা বাগানের লক্ষণ ভূমিজ সহ সাত শ্রমিক নেতাকে দল বিরোধী কাজের অভিযোগে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। এদিন তাঁরাও যোগ দেন বিজেপিতে।

এই দল বদল প্রসঙ্গে লক্ষ্মণ ভূমিজ বলেন, ‘শ্রমিকদের স্বার্থে আওয়াজ ওঠানোর জন্যই আমাদেরকে তৃণমূল থেকে বহিস্কার করা হয়। আগামীতে বিজেপিতে থেকে শ্রমিকদের জন্য কাজ করব।’ অন্যদিকে বিধায়ক পুনা ভেংরা বলেন,’ তৃণমূলে শুধু দুর্নীতি চলছে। সাধারণ মানুষের জন্য তৃণমূলের নেতারা কাজ করে না। তাই মানুষ বিজেপি-তে যোগদান করছে।’ সব মিলিয়ে যে বড়সড় অস্বস্তিতে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস তা বলাই বাহুল্য।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর