শ্রীকৃষ্ণ জন্মভূমির জন্য আন্দোলন করা ২২ হিন্দু সেনার কর্মীকে গ্রেফতার করল পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ বিনা অনুমতিতে মথুরায় (Mathura) শ্রীকৃষ্ণ জন্মস্থানের দর্শন করে শ্রীকৃষ্ণ জন্মভূমি আন্দোলনের ডঙ্কা বাজানো হিন্দু আর্মি চীফ সমেত ২২ জন পদাধিকার কর্মীকে পুলিশ বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে। তাঁদের বিরুদ্ধে শান্তি ভঙ্গ করার অভিযোগ আনা হয়েছে আর তাঁদের আদালতে পেশ করা হয়েছে। এই বিষয়ে সকাল থেকেই মথুরা পুলিশ হাই অ্যালার্টে আছে।

কিছুদিন আগেই হিন্দু আর্মির চীফ মনিষ যাদব সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত কার্যকরতা আর সমর্থকদের শ্রী কৃষ্ণ জন্মভূমি পৌঁছে দর্শন করার আবেদন জানিয়েছিল। এর সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় শ্রী কৃষ্ণ জন্মভূমি আন্দোলনের শুভারম্ভ করার কথাও ঘোষণা করেছিল। কোনও অনুমতি ছাড়া মথুরায় (Mathura) শ্রীকৃষ্ণ জন্মস্থানে হিন্দু আর্মির পদাধিকার এবং কার্যকরতাদের জড় হওয়া দেখে এসএসপি ডঃ গৌরব গ্রোভার শ্রীকৃষ্ণের জন্মস্থানে সুরক্ষার বজ্রআঁটুনি গড়ে তোলেন।

manish

সিও সিটি বরুণ কুমারের সিংয়ের নেতৃত্বে স্থানীয় পুলিশকেও হাই অ্যালার্টে রাখা হয়। গোয়েন্দা বিভাগের সহযোগে লখনউ থেকে মথুরা যাওয়া হিন্দু আর্মি চীফ মনিষ যাদব সমেত ৯ জনকে গ্রেফতার করা হয় প্রথমেই। আর ১৩ জন পদাধিকারকে পরে গ্রেফতার করা হয়। আরেকদিকে, শ্রীকৃষ্ণের জন্মস্থলেও পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা হয়। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সুরক্ষার সমস্ত বন্দোবস্ত করা হয়।

জানিয়ে দিই, অযোধ্যার বাবরি মসজিদ মামলা জয়ের পর এবার হিন্দু সংগঠন গুলোর নজর কাশী বিশ্বনাথ মন্দির আর মথুরার শ্রীকৃষ্ণের জন্মস্থলকে মুক্ত করা। কিছুদিন আগে অয্যোধ্যায় আখারা সমাজের একটি বড়সড় মিটিং হয়, আর সেখানে কাশী বিশ্বনাথ মন্দির এবং মথুরাকে মুক্ত করানো নিয়ে রোডম্যাপ তৈরি করা হয়। অখিল ভারতীয় আখারা পরিষদ আগামী দিনে এই দুটি মন্দিরকে মুক্ত করতে অযোধ্যার ধাঁচেই আন্দোলনে নামতে পারে বলে জানা গিয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর