ত্রিপুরায় শক্তিবৃদ্ধি TMC-র! একদিনেই BJP ছেড়ে ২২৫ পরিবারের জোড়াফুলে যোগ, বদলাচ্ছে সমীকরণ

বাংলা হান্ট ডেস্ক : তোলপাড় ত্রিপুরা (Tripura)। বিধানসভা নির্বাচনের আগেই সে রাজ্যে একাধিক পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিল। জানা যাচ্ছে, করবুক ও সোনামুড়া বিধানসভা এলাকায় তারা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে (TMC)। ১২৩ পরিবারের ৫৫০ জন ভোটারের একটি যোগদান সভা করা হয়৷ করবুক বিধানসভা তৃণমূল কংগ্রেস উদ্যোগ নেয় এই অনুষ্ঠানের।

এই সভায় উপস্থিত ছিলেন, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের এস টি সেলের সহ-সভাপতি মিল্টন চাকমা, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক মাদুরি চাকমা-সহ অন্যান্য নেতৃবৃন্দ। এখানেই উপস্থিতিতে ১২৩টি পরিবারের ৫৫০ জন সদস্য ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের এস টি সেলের সহ-সভাপতি মিল্টন চাকমা বলেন, ‘আমরা তৃণমূল কংগ্রেস ত্রিপুরাবাসীর জন্য প্রতিশ্রুতিবদ্ধ, এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাবো। পশ্চিমবঙ্গের যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলো আছে, সেগুলো সনস্তই এই রাজ্যের মানুষের জন্য করবো। জনসাধারণ ও যুব সমাজের জন্য আমরা রাস্তায় নেমে কাজ করে যাচ্ছি এবং আগামীদিনে তাই করে যেতে চাই।’

অপরদিকে, সোনামুড়া এলাকাতেও তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তিবৃদ্ধি হল। এখানে ১০২টি পরিবারের যোগদান সভা করা হয় বলে জানিয়েছে ত্রিপুরার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের হাত থেকে সোনামুড়া বিধানসভা কেন্দ্রের ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক মামন মিঞ্চা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন। এরই সঙ্গে, এদিন মামন মিঞ্চার নেতৃত্বে সোনামুড়া বিধানসভা কেন্দ্রের ১০২টি পরিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর