জলপাইগুড়ির প্রথম ফুটবলার হিসাবে ISL খেলবেন ইস্টবেঙ্গল, মহামেডানে জাত চেনানো মনোজ মহম্মদ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইএসএল এর মূল লক্ষ্য এই বলা হয়ে থাকে ভারতের তরুণ ফুটবলারদের বড় মঞ্চে পারফর্ম করার সুযোগ করে দেওয়া। আর সেই নীতি, গত দুই-তিন বছরে যে দলটা সবচেয়ে বেশি মেনে চলেছে তারা হল গতবারের আইএসএল চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি। দলটি যে শুধুমাত্র সুন্দর ফুটবল খেলছে তাই নয় বরং অনেক তরুণ ফুটবলার কে নিজেদের প্রতিভা বড় মঞ্চে প্রকাশ করার সুযোগ করে দিয়েছে।

   

সেই ধারা মেনেই দলটি এবার জলপাইগুড়ির প্রথম ফুটবলার হিসেবে আইএসএল খেলার সুযোগ করে দিল মনোজ মহম্মদকে। যারা কলকাতা ফুটবল নিয়ে চর্চা করে থাকেন ওদের কাছে নামটা একেবারেই অপরিচিত নয়। গত কয়েক বছরে ইস্টবেঙ্গল এবং মোহামেডানের হয় একাধিক আই লিগের ম্যাচ খেলেছেন মনোজ। গত মরশুমে আই লিগে রানার্স হওয়া এবং ৪০ বছর পর কলকাতা লিগ জয়ের স্বাদ পাওয়া মহামেডান দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই রাইট ব্যাক। ২০১৮-১৮ মরশুমে ইস্টবেঙ্গলের আই লিগের দ্বিতীয় হওয়া দলটিরও গুরুত্বপূর্ণ অঙ্গ ছিলেন এই ফুটবলার। যদিও ইস্টবেঙ্গলের খেলার সময় অনভিজ্ঞতার কারণে অনেক ভুল করে ফেলতেন তরুণ এই ফুটবলার। তো মহামেডানে গিয়ে নিজের জাত চিনিয়েছেন মনোজ।

হায়দারাবাদের কোচ মানোলো মার্কোয়েজ বরাবরই তরুণ ফুটবলারদের গুরুত্ব দেওয়ার পক্ষে বিশ্বাসী। এমনকি গত দুই তিন মরশুমে মাত্র এক বা দুই বিদেশি নিয়ে মাঠে নেমেছে এমন নজিরও হায়দরাবাদের ক্ষেত্রে রয়েছে। লিস্টন কোলাসো, আশিষ রাই, আকাশ মিসরার মতো তরুণ ফুটবলাররা হায়দারাবাদে খেলেই বিখ্যাত হয়েছেন। আশা করা যায় কোচ মানে ওর হাত ধরে মনোজও ভারতীয় দলে ভবিষ্যতে সুযোগ পাবেন।

সদ্য খবর সামনে এসেছিল যে বাইরে খেলতে যাওয়ার প্রস্তুতি হিসেবে স্পোকেন ইংলিশ কোর্স করছেন মনোজ। নিজে খুব ভালো ইংরেজি বলতে পারতেন না। ফলে বিদেশি কোচেদের ক্ষেত্রে তার সঙ্গে কমিউনিকেশন বজায় রাখা একটু অসুবিধা হয়ে দাঁড়াতো। কিন্তু সেই সমস্যা এখন কেটে গেছে। আগামী তিন বছরের জন্য তাকে দলে নিয়েছে হায়দারাবাদ। আইএসএল চ্যাম্পিয়ন দের হয়ে মাঠে নেমে জ্বলে উঠতে পারেন কিনা মনোজ তার দেখতে আগ্রহী হয়ে থাকবেন বাংলার ক্রীড়াপ্রেমীরা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর