জঙ্গি হামলায় শহীদ হলেন ২৪ বছর বয়সী ভারতীয় জওয়ান, নভেম্বর মাসে কথা ছিল বিয়ে হওয়ার

বাংলা হান্ট ডেস্কঃ হিমাচল প্রদেশের (Himachal Pradesh) আরও এক বীর পুত্র সন্ত্রাসবাদীদের সাথে হওয়া এনকাউন্টারে শহীদ হলেন। জম্মু কাশ্মীরে জঙ্গিদের সাথে চলা এনকাউন্টারে হিমাচলের হামিরপুর জেলার জওয়ান ২৪ বছর বয়সী রোহন কুমার শহীদ হন। নভেম্বর মাসে রোহনের বিয়ে হওয়ার কথা ছিল। শহীদ জওয়ান ভারতীয় সেনার পাঞ্জাব রেজিমেন্টের সদস্য ছিলেন। চার বছর আগে সেনায় যোগ দিয়েছিলেন তিনি।

হামিরপুরের ডিসি হরিকেশ মিনা জানান, আমরা রোহিত কুমারের শহীদ হওয়ার খবর পেয়েছি। এই বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। জওয়ানের পরিবারকে ফোনের মাধ্যমে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে বলে জানা যায়। জানিয়ে দিই, কিছুদিন আগে গালওয়ান উপত্যকায় চীনের সাথে হওয়া সংঘর্ষে হামিরপুরার জওয়ান ২২ বছর বয়সী অঙ্কুশ শহীদ হয়েছিলেন।

রোহিত কুমারের বাবা রাসিল সিং মিষ্টির দোকান চালান। নভেম্বর মাসে রোহিত কুমারের বিয়ে হওয়ার কথা ছিল, আর তাঁর পরিজনেরা সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছিলেন। কিন্তু আচমকা এরকম খবর সোনার পর সবাই শোকস্তব্ধ হয়ে পড়েন। হামিরপুরের আরেক জওয়ান দুইদিন আগে লেহতে শহীদ হয়েছিলেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর