ক্রাইস্টচার্চে সবুজ পিচ দেখে বিন্দুমাত্র ভয় পাচ্ছেন না অজিঙ্কা রাহানেরা।

ওয়েলিংটনের পর দ্বিতীয় টেস্টেও ক্রাইস্টচার্চে ভারতীয় দলের জন্য সবুজ পিচ তৈরি করেছে নিউজিল্যান্ড। ভারতীয় ক্রিকেট দল কে আয়ত্তে আনার জন্য ক্রাইস্টচার্চেও সবুজ পিচ ব্যবহার করতে চায় নিউজিল্যান্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে টুইটারে এই সবুজ পিচের ছবি পোস্ট করে বলা হয়েছে আউটফিল্ড থেকে এই পিচকে আলাদা করা খুব মুশকিল।

তবে এই পিচ দেখে বিন্দুমাত্র ঘাবড়াচ্ছেন না ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে সাংবাদিক সম্মেলনে এসে জানিয়েছেন, বেসিন রিজার্ভের থেকে এই পিচ অনেক ভালো, এখনে ঠিক মত বাউন্স এবং সুইং হবে বল। আমাদের এ দল এই পিচে খেলে গিয়েছে তাই তাদের কাছেই শুনেছি এখানকার উইকেট অনেক ভালো।

সেই সাথে রাহানে বলেন পিচ যেমনই হোক না কেন, প্রথম দিনের খেলা দেখার পরই পিচের পরিবেশ সম্বন্ধে আমাদের সঠিক ধারণা করে নিতে হবে। সেই অনুযায়ী বাকি দিন গুলি খেলতে হবে। অর্থাৎ ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্কা রাহানের এই কথা শুনেই বোঝা যাচ্ছে যে পিচ নিয়ে খুব একটা ভাবতে চাইছে না ভারতীয় দল। তারা পিচের পরিস্থিতি বুঝে নিয়ে নিজেদের সেরাটা দিতে চান।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর