বদলা নেওয়া হল ৫ জওয়ানের মৃত্যুর, সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টার খতম ৩ জঙ্গি

বাংলাহান্ট ডেস্কঃ উপত্যকায় বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। বদলা নেওয়া হল জম্মু ও কাশ্মীরে (jammu kashmir) জঙ্গী হামলায় মৃত ৫ জওয়ানের। সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টার খতম ৩ জঙ্গি। জানা গিয়েছে এই জঙ্গিরা লস্কর-ই-তৈবারর সদস্য।

কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে যে ৩ জঙ্গি খতম হয়েছে, তাঁদের মধ্যে একজন গান্ধেরওয়ালের মুখতার শাহ। এই জঙ্গিটিই বিহার থেকে আসা এক সব্জি বিক্রেতাকে গুলি করে হত্যা করেছিল। আর বাকি দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে।

great success of Indian army, top commander of Lashkar-e-Taiba killed in the encounter

আরও জানা গিয়েছে, এই নিহত জঙ্গিরা সকলেই লস্কর-ই-তৈবারর সদস্য। এই জঙ্গিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ সহ বেশকিছু আপত্তিজনক সামগ্রী পাওয়া গিয়েছে। যা বাজেয়াপ্ত করেছে পুলিশ। সঙ্গে চিরুনি তল্লাশিও চলছে ওই এলাকায়।

প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরেই উপত্যকা এলাকায় দৌরাত্ম্য বেড়েছে জঙ্গিদের। ইতিমধ্যেই অভিযান চালিয়ে প্রায় ৭০০ জনকে গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে চিরুনি তল্লাশিও চলছে গোটা এলাকা জুড়েই।

এরই মধ্যে জানা গিয়েছে, সোমবার সকালে বান্দিপোরার হাজিন এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তা বাহিনীর। সেই গুলির লড়াইয়ে নিকেশ হয় এক কুখ্যাত জঙ্গি। জানা গিয়েছে কিছুদিন আগেই শাহগুণ্ডে সাধারণ মানুষের উপর যে হামলা চালিয়েছিল জঙ্গি গোষ্ঠী, তাতে এই জঙ্গি জড়িত ছিল। এই জঙ্গির পরিচয়ও জানা সম্ভব হয়েছে, নাম ইমতিয়াজ আহমেদ দার।

আবার অনন্তনাগের খাগুন্দ ভেরিনাগ অঞ্চলেও এক জঙ্গিকে খতম করতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী। তবে এক্ষেত্রে জঙ্গির পরিচয় জানা সম্ভব হয়নি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর