বাইকে করে এসে RSS কর্মীর বাড়িতে একের পর এক বোমা হামলা! CCTV তে বন্দি হল ঘটনা

বাংলাহান্ট ডেস্ক : আবারও পেট্রোল বোমা হামলা হল আরএসএস (RSS) আধিকারিকের বাড়িতে। পুলিস সূত্রে জানা যাচ্ছে, গতকাল শনিবার সন্ধ্যা ৭ঃ৩৮ মিনিট নাগাদ অনুপ্পনদী হাউসিং বোর্ড এলাকায় এমএস কৃষ্ণানের বাড়িতে এই হামলা হয়। পুরো ঘটনা একটি সিসিটিভি ক্যমেরায় ধরা পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি বাইকে চেপে দুই ব্যক্তি আসে। মুহুর্তের মধ্যে পরপর তিনটি পেট্রোল বোমা ছুঁড়ে দিয়েই পালিয়ে যায় তারা।

আক্রান্ত কৃষ্ণান জানান, ‘আমি বিগত ৪৫ বছর ধরে আরএসএস-র সঙ্গে যুক্ত আছি।শনিবার সন্ধ্যা ৭ঃ০০ টার সময় বাড়িতে পূজা ছিল। প্রায় ৬৫ জন লোক সেখানে উপস্থিত ছিল। হঠাৎই বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাই। আমার জীবনের উপর ঝুঁকি ছিল। ২০১৪ সালে আমাকে পুলিসি সুরক্ষা দেওয়া হয়। ২০২১ সালে আবার এই সুরক্ষা প্রত্যাহারও করে নেওয়া হয়। আমার মতো আরও ২০ জন আরএসএস কর্মীর উপর এমন হামলা হয়েছে।’

   

 

এই প্রথম নয়। গতকাল শনিবারই ভোরের দিকে হামলা চালানো হয় আর এক আরএরএর কর্মকর্তার বাড়ি। তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছে তাম্বারামে আরএসএস কর্মকতা সীতারামনের বাড়িতে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় বলে জানায় পুলিস। চিতলপাক্কাম এলাকায় সীতারামনের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ে মারে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। কেরলে কয়েকদিন আগে আরএসএস (RSS) অফিসে হামলা ঘটনার পর এই ঘটনা ঘটেছে। ভুক্তভুগী আরআরএস কর্তা সীতারামন জানিয়েছেন দুষ্কৃতীরা ভোর ৪ টের দিকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘ভোর চারটার দিকে আমরা একটা বিকট শব্দ শুনতে পাই এবং বাইরে আগুন দেখতে পাই। আমরা এটাকে শর্ট সার্কিট বলে ভেবেছিলাম কিন্তু তা হয়নি। আমরা আগুন নেভাই এবং পুলিশকে ফোন করি। তারা অভিযুক্তের ফুটেজ পেয়েছে।’ অভিযুক্তরা পলাতক তাদের খোঁজে চলছে তল্লাশি।

এর আগে শুক্রবার ভারতের পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (PFI) রাজ্য নেতাদের গ্রেফতারের প্রতিবাদে কান্নুরের মাত্তান্নুরে আরএসএস-এর অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। দুই সদস্যের একটি দল স্কুটারে অফিসে পৌঁছে জানালার কাঁচ ভেঙে পেট্রোল বোমা ছুড়ে মারে। দেশব্যাপী ব্যাপক অভিযানে PFI নেতাদের গ্রেফতারের বিরুদ্ধে পিএফআই-এর ভোর থেকে সন্ধ্যা সময় হরতাল চলাকালীন ঘটনাটি ঘটেছে। কেবল আরএসএস নয় বৃহস্পতিবার রাতে, তামিলনাড়ুর কোয়েম্বাটুরে বিজেপি অফিসে দাহ্য পদার্থে ভরা একটি বোতল নিক্ষেপ করা হয়েছিল। সেই ঘটনা নিয়েই এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। বারবার দক্ষিণের রাজ্যগুলিতে এই হামলা নিয়েই সরব হয়েছেন আরএসএস কর্মীরা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর