ঠান্ডা পানীয় সরিয়ে জল খেতে বলেছিলেন রোনাল্ডো, ৩০ হাজার কোটি টাকা ক্ষতি স্পনসরের

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার ইউরো কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল পর্তুগাল এবং হাঙ্গেরি। সেই ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন রোনাল্ডো। সাংবাদিক সম্মেলনে এসে এমন ঘটনা ঘটিয়েছেন রোনাল্ডো যার জন্য প্রায় 30 হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ইউরো কাপের অন্যতম প্রধান স্পনসর কোকাকোলা কোম্পানির।

   

রোনাল্ডো সাংবাদিক সম্মেলনে যখন এসেছিলেন তখন তার সামনে দুটি কোল্ড্রিংসের বোতল এবং একটি জলের বোতলে নামানো ছিল। তিনি কোল্ড্রিংসের বোতল গুলি সামনে থেকে সরিয়ে দেন এবং জলের বোতল হাতে করে উপরে তুলে বেশি করে জল খাওয়ার ইঙ্গিত দিয়েছেন। রোনাল্ডোর এই সামান্য ঘটনাতে বিশ্ববাজারে প্রায় 30 হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়ল কোকাকোলা কোম্পানি। তাদের শেয়ার নেমে গেল 1.6 শতাংশ।

এইদিন হাঙ্গরির বিরুদ্ধে প্রথম গোল করবার জন্য 82 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় শক্তিশালী পর্তুগালকে। এই ম্যাচে রোনাল্ডোর জোড়া গোলে ভর করে হাঙ্গেরিকে 3-0 গোলে হারিয়েছে পর্তুগাল। জোড়া গোল করে ইউরো কাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এলো রোনাল্ডোর নাম।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর