অবিশ্বাস্য! মাত্র ১৬৭ টাকাতেই মিলবে ৩০০ Mbps স্পিডের ইন্টারনেট, চিন্তায় Jio থেকে Airtel

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে প্রতিটি মুহূর্তেই আমরা ইন্টারনেট ব্যবহার করি। এমনকি, ইন্টারনেট ছাড়া একটা দিনও কাটানো খুবই কঠিন হয়ে পড়েছে এখন। এমতাবস্থায়, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একাধিক কোম্পানি ব্রডব্যান্ড পরিষেবা দিতে শুরু করেছে। এদিকে, ওই ব্রডব্যান্ড কোম্পানিগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কোম্পানি হল Excitel। যেটি আমাদের দেশের অন্যতম হাই স্পিড ইন্টারনেট পরিষেবা প্রদানকারী কোম্পানি হিসেবে বিবেচিত হয়।

   

ইতিমধ্যেই এই কোম্পানি একটি নতুন প্ল্যান চালু করেছে। যার দাম মাত্র ১৬৭ টাকা। শুধু তাই নয়, এই দামেই ব্যবহারকারীরা ৩০০ Mbps গতিতে ইন্টারনেট পরিষেবা পাবেন। হ্যাঁ, প্রথমে শুনে অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু একদমই সত্যি। এবার ওই টাকাতেই ৩০০ Mbps স্পিডে ইন্টারনেটের সুবিধা পাবেন গ্রাহকেরা। উল্লেখ্য যে, বর্তমানে সাধারণত হাজার হাজার টাকা খরচ করেও এই স্পিডের ইন্টারনেট ব্যবহার করতে পারেন না ব্যবহারকারীরা। যদিও, এবার এই দুর্দান্ত অফারের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্ডাস্ট্রিতে নতুন প্রতিযোগিতা নিয়ে এসেছে Excitel।

Excitel-এর দুর্দান্ত ডেটা প্ল্যান: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এটি একটি সীমিত সময়ের জন্য উপলব্ধ অনবোর্ডিং অফার। পাশাপাশি, শুধুমাত্র নতুন ব্যবহারকারীরা এর সুবিধা পাবেন। এর মানে আপনি যদি একটি নতুন ব্রডব্যান্ড কানেকশন কিনতে চান সেক্ষেত্রে আপনি Excitel-এর প্রতি ঝুঁকতেই পারেন। এমতাবস্থায়, আপনি যখন Excitel-এর নতুন গ্রাহক হবেন তখন আপনাকে এই বিশেষ অফারটি দেওয়া হবে।

এদিকে, Excitel-এর এই প্ল্যান সম্পর্কে জানিয়ে দিই যে, শুধুমাত্র মুম্বাইতে বসবাসকারী নতুন ব্যবহারকারীরা এর সুবিধা পাবেন। এর জন্য ব্যবহারকারীদের একটি ৩ মাসের প্ল্যান কিনতে হবে। যার জন্য তাদের ৫০০ টাকা দিতে হবে। পাশাপাশি, এই প্ল্যান শেষ হওয়ার পরে, ব্যবহারকারীদের কোম্পানির অন্য একটি প্ল্যান বেছে নিতে হবে।

Speed,Internet,Internet Speed,Excitel,Offer,Limited Period Offer,Tech News,broadband connection,Mumbai

সুতরাং, আপনি যদি মুম্বাইতে থাকেন এবং একদম স্বল্প মূল্যে ৩০০ Mbps-এর ইন্টারনেট স্পিড ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে এই প্ল্যানটি কিনতে পারেন। উল্লেখ্য যে, JioFiber-এর ১,৪৯৯ টাকার প্ল্যানে ৩০০ Mbps গতিতে ইন্টারনেট ডেটা পাওয়া যায়। অপরদিকে, BSNL ৩,৯৯৯ টাকায় ৩০০ Mbps গতিতে ইন্টারনেট ডেটা সরবরাহ করে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর