করোনা আক্রান্তদের সংখ্যায় চিনকে ছাপিয়ে গেলো মহারাষ্ট্র! পাকিস্তানের থেকেও বেশি মৃত্যু গোটা রাজ্যে

বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রে (Maharashtra) গত ২৪ ঘণ্টায় করোনার ৩ হাজার ৭ টি নতুন মামলা সামনে এসেছে। আর ৯১ জনের মৃত্যু হয়েছে। এর সাথে সাথে রাজ্যে মোট আক্রান্তদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ হাজার ৯৭৫। এছাড়াও মহারাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৬০ হয়েছে। রাজ্যে এখন মোট ৪৫ হাজার ৫৯১ টি সক্রিয় মামলা আছে। মহারাষ্ট্র (Maharashtra) করোনায় আক্রান্তের সংখ্যায় চিনকে (China) পিছনে ফেলে দিয়েছে। আর করোনার কারণে পাকিস্তানের (Pakistan) থেকেও বেশি মৃত্যু হয়েছে গোটা রাজ্যে।

চিনের সরকার অনুযায়ী, চিনে এখনো পর্যন্ত করোনা ৮৩ হাজার ৩৬ টি মামলা সামনে এসেছে। আর এখন মোট ৭০ জনের চিকিৎসা চলছে। এবং ৭৮ হাজার ৩৩২ জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। এছাড়াও গোটা দেশে মোট ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।

আরেকদিকে পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৬০ টি নতুন মামলা সামনে এসেছে। দেশে মোট আক্রান্তদের সংখ্যা বেড়ে ৯৮ হাজার ৯৪৩ হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৭ জনের মৃত্যুর সাথে সাথে গোটা দেশে করোনার কারণে মৃতের সংখ্যা বেড়ে ২০০২ হয়েছে।

আপনাদের জানিয়ে দিই, গোটা ভারতের মধ্যে মহারাষ্ট্র করোনায় সবথেকে প্রভাবিত রাজ্য। ওই রাজ্যে করোনায় হাজার হাজার পুলিশ কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। রাজ্যে মতো ২ হাজার ৫৬২ জন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়েছে। আর তাদের মধ্যে ৩৩ জনের মৃত্যুও হয়েছে। মৃত ৩৩ জন পুলিশ কর্মীর মধ্যে ১৮ জন মুম্বাই পুলিশ বলে জানা গিয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর