রাজ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, এরই মাঝে হাসপাতাল থেকে চুরি গেল ৩২০ ডোজ করোনা টিকা!

বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে কোভিডের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী (Corona Outbreak)। তাই টিকাকরণের উপরই আস্থা রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর তরফে সর্বত্র পর্যাপ্ত পরিমাণ টিকার মজুত থাকার বিষয়টিও দাবি করা হয়েছে। তবে একাধিক রাজ্যের গলায় শুনতে পাওয়া যাচ্ছে বিপরীত সুর। অভিযোগ করা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে টিকা না থাকার।

তারই মাঝে যদি সেই অপর্যাপ্ত টিকা চুরি (Vaccine Stolen) যায়,তাহলে তাহলে তা শুনতে কেমন লাগে! সম্প্রতি তেমনটাই হল কংগ্রেস শাসিত রাজস্থানে (Rajsthan)। একটি হাসপাতালের তরফে থানায় অভিযোগ করা হয় ভারত বায়োটেকের (Bharat Biotech) ৩২০টি ডোজ চুরি হয়েছে। ঘটনা ঘিরে রীতিমত শোরগোল পড়ে যায় মুখ্যমন্ত্রী অশোক গেহলতের রাজ্যে। কয়েকদিন আগেই ওই রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছিলেন টিকার অপ্রতুলতার।

An Images

জানা গিয়েছে, বুধবার জয়পুরের শান্তিনগরে কানওয়াতি হাসপাতালে থেকে টিকা নিয়ে যাওয়া হচ্ছিল কোল্ড স্টোরেজে। সেই সময় মাঝপথেই ৩২০টি টিকা গায়েব হয়ে যায়। মোট ৩২টি ডায়াল চুরি হয়। এক একটি ডায়ালে ১০টি করে টিকার ডোজ থাকে। ইতিমধ্যেই হাসপাতালের চিফ মেডিকেল অফিসারের তরফে ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই রাজস্থান ছাড়াও দেশের একাধিক রাজ্যে টিকার অপ্রতুলতার দাবি জানানো হয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই বিশেষ করে অবিজেপি শাষিত রাজ্য গুলি কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তারই মধ্যে রাজস্থান থেকে এভাবে করোনা টিকা চুরির ঘটনা রীতিমত শোরগোল ফেলে দিয়েছে ওই রাজ্যের অন্দরে।

সম্পর্কিত খবর