সন্তানের মুখ দেখার আগেই বিমান দুর্ঘটনায় মৃত্যু হল ৩২ বছর বয়সী কো-পাইলটের

বাংলাহান্ট ডেস্কঃ বন্দে ভারত মিশনে দুবাই থেকে পথে কেরলের (kerala) কোঝিকোড় (Kozhikode) বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান রানওয়েতে থেকে বেরিয়ে যায় (Air India Express plane skidded)। । জানা যাচ্ছে, রানওয়ে ওভার শুটিং এর কারনে প্লেনটি সোজা খাদের দিকে গড়িয়ে যায়৷ প্লেনে ১৭৪ এর বেশী যাত্রী ছিল।

এই দুর্ঘটনায় মৃতদের তালিকায় রয়েছেন প্লেনের কো-পাইলট ৩২ বছর বয়সী অখিলেশ শর্মা। মিথিলা নিবাসী এই বিমানচালকের স্ত্রী সন্তান সম্ভবা। মাত্র ১৫-২০ দিন পর সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। কিন্তু সন্তানের মুখ দেখবার আগেই বিমান দুর্ঘটনা কেড়ে নিল অখিলেশের প্রাণ।

জানা যাচ্ছে, আসন্ন সন্তানের জন্য উৎসবের পরিবেশ ছিল অখিলেশের বাড়িতে। কিন্তু এই মুহুর্তে অখিলেশের মৃত্যুতে সেই বাড়ি যেন শ্মশানপুরী। অখিলেশের অকাল মৃত্যু মেনে নিতে পারছে না পরিবারের কেউই। তার মা ভয়ানক অসুস্থ হয়ে পরেছেন বলে জানা যাচ্ছে পরিবার সূত্রে।

অখিলেশ পরিবারের বড় সন্তান। ২০১৭ সাল থেকে তিনি বিমান চালক হিসাবে কাজ করছেন। বন্দে ভারত মিশনে প্রবাসী ভারতীয়দের আনার কাজে নিযুক্ত হয়েছিল এই যুবক।

২০১৭ সাল থেকেই পাইলট হিসাবে কাজ করছেন অখিলেশ। ২০১৮ সালে মেঘার সাথে তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হন। মাত্র কয়েকদিনের মধ্যেই তাদের সন্তানের ভূমিষ্ট হবার কথা ছিল। পরিবার সূত্রে জানা যাচ্ছে, অখিলেশের স্ত্রী মেঘাকে অখিলেশের মৃত্যু সংবাদ দেওয়া হয় নি। তাকে জানানো হয়েছে বিমান দুর্ঘটনায় অখিলেশ আহত হয়েছেন। দুর্ঘটনাস্থলে তার শ্যালক পৌঁছে গিয়েছে

সম্পর্কিত খবর