বিশেষ বিমানে ৮৪ জন গর্ভবতী সহ ৩৩৫ জন ভারতীয় ফিরলেন দেশে

বাংলাহান্ট ডেস্কঃ উপসাগরীর দেশ থেকে ৩৩৫ ভারতীয়কে (indian) কেরলে (kerala) উড়িয়ে আনল ভারত(india)। বন্দে ভারত মিশনের আওতায় শুক্রবার রিয়াধ থেকে একটি বিমান এসেছে কোঝিকোড়ে। সেই বিমানে ছিলেন ১৫৩ যাত্রী। এদের মধ্যে ছিলেন ৮৪ জন গর্ভবতী মহিলা, ২২ শিশু ও ৪ ছোট বাচ্চা। শুক্রবার সন্ধে আটটা নাগাদ বিমানটি কোঝিকোড়ে এসে পৌঁছায়।

অন্যদিকে, বাহারিন থেকেও একটি বিমান ১৭৭ জন যাত্রীকে নিয়ে এসেছে এদিন। বিমানটি এসে পৌঁছায় রাত সাড়ে এগারোটা নাগাদ। দুটি বিমানে ওঠার আগেই যাত্রীদের পরীক্ষা করে দেখা হয় কোভিডের কোনও উপসর্গ রয়েছে কিনা। রিয়াধ থেকে যারা এসেছেন তাদের মধ্যে ৫ জনের শারীরিক অসুস্থতা রয়েছে বলে বিমানবন্দরের তরফে জানানো হয়েছে। এদের সবাইকেই কোঝিকোড়ে মেডিক্যাল কলেজে রাখা হয়েছে।

শুক্রবার মোট ৩টি ফ্লাইট ভারতে এসেছে। এদের মধ্যে ২ কেরলে এবং তৃতীয়টি এসেছে দিল্লিতে। এয়ার ইন্ডিয়ার সেই বিমানে ছিলেন ২৩৪ যাত্রী। বিমানটি এসেছে সিঙ্গাপুর থেকে। উল্লেখ্য, বন্দে ভারত মিশনের আওতায় ৬৪টি বিমান ও ৩টি নৌবাহিনীর জাহাজে মোট ১৫০০০ ভারতীয়কে বিদেশ থেকে দেশে ফেরাবে ভারত।

সম্পর্কিত খবর