সাড়ে চার লক্ষ টাকার জাল নোট উদ্ধার শহর থেকে

বাংলা হান্ট ডেস্ক: সাড়ে চার লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হল কলকাতা থেকে। গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার গভীর রাতে কলকাতা পুলিসের এসটিএফ ধাওয়া দেয় শিয়ালদা স্টেশন সংলগ্ন এন্টালি থানা এলাকায়। ২০০০ টাকার প্রচুর জাল নোট উদ্ধার হয় ঘটনাস্থল থেকে। গোয়েন্দারা গ্রেপ্তারও করেন এক ব্যক্তিকে।

প্রাথমিক তদন্তে এসটিএফ জানিয়েছে, প্রায় ৪৩৮০০০ টাকা বাজারমূল্য এই উদ্ধার হওয়া জাল নোটের। জানা গেছে, ধৃত ইসাব আলি ওরফে কালু, মালদার বাসিন্দা। এই জাল নোট সংক্রান্ত বাকি সমস্ত তথ্য উদ্ধার করতে পুলিশ জেরা করা শুরু করেছে কালুকে।

2c430 00489493 1391 4d49 85d4 32cb3a4e7b37এর আগেও শহরের বহু জায়গায় এরকম জাল নোট পাচার ঘটেছে বিপুলভাবে। তাই পুলিশ এখন করা নজরদারি চালাচ্ছে এই জাল নোট পাচারকারীদের রুখতে। বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিতে।

সম্পর্কিত খবর