চার লক্ষ সংখ্যালঘু বিজেপিতে, চিন্তার ভাঁজ তৃণমূল সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ

উল্লেখ্য, রাজ্যে ৩০ শতাংশেরও বেশি সংখ্যালঘু ভোট। আর এই সংখ্যাটা নিজেদের দিকে আনতে বাংলার শাসকদল সর্বদাই এই সংখ্যার দিকে দেয় বাড়তি নজর। তবে সেই বাড়তি নজরের জন্যই রাজ্য বিজেপি বঙ্গের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তুলেছে তোষণের অভিযোগ। এদিকে বিজেপির পক্ষে বাংলা দখলের জন্য এই সংখ্যালঘু ভোটের গুরুত্ব অসীম।

IMG 20190906 123736

লক্ষ্য এক কোটির। লক্ষ্যপূরণে খাতায় কলমে বিজেপির দাবি ইতিমধ্যেই ৮০ লক্ষের বেশি সদস্য সংগ্রহ করে ফেলেছে তাঁরা। ঠিক তারপরেই আসল চমকটা দিল বিজেপি। এই ৮০ লক্ষ সদস্যের মধ্যে ৪ লক্ষ সংখ্যালঘু সদস্য। আর এই পরিসংখ্যান রীতিমতো চিন্তায় ফেলেছে রাজ্যের শাসকদল তৃণমূলকে।

সম্পর্কিত খবর