ব্যাংক অ্যাকাউন্টে খালি থাকলেও তুলতে পারবেন ১০ হাজার টাকা, ফটাফট খুলন এই খাতা

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী জনধন যোজনা ২০১৪ সালে লাগু হওয়া একটি সরকারি প্রকল্প। যার জেরে সাধারণ মানুষও সহজেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন। একদিকে যেমন এই যোজনায় খাতা খোলার বেশ কিছু সুবিধা রয়েছে তেমনি আবেদন প্রক্রিয়াও অত্যন্ত সহজ। জানিয়ে রাখি ২০২১ সালের জানুয়ারি মাস অবধি প্রায় ৪১ কোটি ৬০ লক্ষ মানুষ এই যোজনায় অন্তর্ভুক্ত হয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন এবং জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সংখ্যা ক্রমশ কমতে কমতে ৭.৫%-এ এসে পৌঁছেছে।

আপনি যদি এখনও ব্যাংকে খাতা না খুলে থাকেন তাহলে অবশ্যই গ্রহণ করতে পারেন এই প্রকল্পটি। আসুন জেনে নেওয়া যাক কিভাবে খুলতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট এবং কি কি সুবিধা পাবেন আপনি।

কিভাবে করবেন আবেদনঃ

এক্ষেত্রে আবেদনের জন্য আপনাকে যে কোন ব্যাংকে আধার কার্ড/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স এবং ছবি জমা করতে হবে। এরপর অন্যান্য নথি এবং কেওয়াইসি পূরণ করলেই অ্যাকাউন্ট খোলার জন্য প্রস্তুত আপনি।

কি কি সুবিধা পাবেন গ্রাহকঃ

★ জনধন যোজনার অধীনে ১০ বছরের কম বয়সীদেরও ব্যাংক অ্যাকাউন্ট খোলা যেতে পারে।

★ এ ক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স রাখতেই হবে এমন কোন নিয়ম নেই।

★এই স্কিমের অধীনে অ্যাকাউন্ট খুললে আপনি RuPay এটিএম কার্ড, ২ লক্ষ টাকার দুর্ঘটনা বীমা কভার, ৩০ হাজার টাকার লাইফ কভার এবং আমানতের পরিমাণে সুদ পাবেন।

modi

★এক্ষেত্রে ১০ হাজার টাকা ওভারড্রাফট পাওয়ারও সুবিধা রয়েছে।

★ এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে ব্যাংক অ্যাকাউন্ট থাকা অত্যন্ত জরুরী। তাই জনধন খাতার মাধ্যমে অন্যান্য প্রকল্পের সুবিধাও লাভ করতে পারবেন আপনি।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর