দেশকে এগিয়ে নিয়ে চলেছেন যে সমস্ত দুর্গারা, দেবী পক্ষের সূচনায় রইল সেই পাঁচ আদি শক্তির সম্পর্কে কিছু তথ্য

বাংলা হান্ট ডেস্ক : প্রতিটি মেয়ের মধ্যেই মা দুর্গা বিরাজ করেন৷ আর এই দুর্গারা দেবী হিসেবে পূজিত না হলেও তাঁরাই কিন্তু আমাদের সমাজের মূল ধারক ও বাহক৷ তাঁরাই আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে৷ তাই দেবীপক্ষের সূচনায় সেরকমই পাঁচ জন আদি শক্তি নারীর কিছু দেশের জন্য কৃতিত্বের কীর্তি রইল৷

1. ঋতু শ্রীবাস্তব ও বনিতা এম- যদিও এদের পরিচয় নতুন করে দিতে হবে না কারণ চন্দ্রযান টু স্যাটেলাইট মিশন ডিরেক্টর ছিলেন ঋতু এবং প্রজেক্ট ম্যানেজার পদে ছিলেন বনিতা৷ জুলাই মাসে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে সফলভাবে চন্দ্রযান টু এর উত্ক্ষেপণের পিছনে এই দুই মূল কান্ডারি ছিলেন৷ এই দুই মহিলা বিজ্ঞানীর কৃতিত্ব কোনও অংশে কম নয়৷

2. অবনী চতুর্বেদী- সলো ফ্লাইট অর্থাত্ একা বিমান চালানোর ক্ষেত্রে অবনী চতুর্বেদীর ভূমিকা অগ্রগণ্য৷ এই ঝুঁকিপূর্ণ কাজে সফল তিনি৷ গত বছর দেশের প্রথম মহিলা ষোলো পাইলট হিসেবে তিনি উড়িয়েছিলেন মিগ 21 যুদ্ধবিমান৷

3. ঝুলন গোস্বামী- ভারতীয় মহিলা ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী৷ মহিলাদের একদিনের ম্যাচে বিশ্বের সর্বোচ্চ উইকেটের অধিকারী ৷ তাঁর পরিশ্রম ও অদম্য চেষ্টা দেশবাসীর গৌরব অনেক উন্নত স্থানে নিয়ে গিয়েছে৷

   

4. হিমা দাস- শুধু দেশ নয় বিশ্বের দরবারে নিজের কৃতিত্বের পরিচয় দিয়েছেন এই বঙ্গতনয়া৷ অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান কিন্তু দারিদ্র তাঁকে পাথেয় করে অ্যাথলেটিকসে আজ অন্যতম নাম হয়ে উঠেছেন হিমা দাস৷ তাঁর সর্বশেষ রেকর্ড পরের দিন পর পর চারটি সোনা তাও আবার বিদেশে৷

5. মেরি কম- মণিপুরের এক ছোট্ট এলাকা থেকে আজ বিশ্বের মহিলা বক্সিংয়ের অন্যতম নাম হয়ে উঠেছেন মেরি কম৷ সোনা জয় তাঁর একমাত্র লক্ষ্য৷

সম্পর্কিত খবর