চাপে ছিলেন তারাও, রায় শেষে পাঁচ বিচারপতির একসাথে নৈশ ভোজ উদযাপন!

 

   

বাংলা হান্ট ডেস্ক : হঠাৎ অযোধ্যা রায় নিয়ে যদি একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যায় তবে দেখা যায় ২৫ জানুয়ারি ২০১৯ এ সুপ্রিম কোর্ট পাঁচ সদস্যের নতুন বেঞ্চ গঠন করে। ওই বেঞ্চে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, জাস্টিস বোবড়ে, জাস্টিস চন্দ্রচুর, জাস্টিস অশোক ভূষণ আর জাস্টিস নজীর স্থান পান। ৬ই আগস্ট থেকে সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলা নিয়ে রোজ শুনানি শুরু হয়। অক্টোবর ২০১৯ এ শুনানি খতম হয়। এবার দেশ পেল এক ঐতিহাসিক সিদ্ধান্ত আর এরপরে একটি খবর কিরে চলছে সোশ্যাল মিডিয়ায় আলোচনা খবর, বেঞ্চের বাকি চার বিচারপতির সঙ্গে রাজধানীর এক পাঁচতারায় নৈশভোজ করছেন তিনি।

অযোধ্যা মামলার বিষয়টি যথেষ্ট সংবেদনশীল। তাই রীতিমতো চাপ নিয়েই মামলার শুনানি করেছেন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ। এই বিষয়টি নিচে কয়েকটা সৌজন্য সাক্ষাতকার সেই চাপ কমাতেই নাকি রায়দানের দিনটিকে একটু হালকা মেজাজে কাটাতে চান বিচারপতি, জানিয়েছে সুপ্রিম কোর্টের প্রশাসনিক দফতর। তাছাড়া ১৭ নভেম্বর অবসর নিতে চলেছেন গগৈ। তার আগে সহকর্মীদের সঙ্গে একটা দিন উদযাপনও করতে চান।
রঞ্জন গগৈয়ের বেঞ্চে রয়েছেন এস এ বোবদে, ডি ওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ, এস আবদুল নাজির। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে দেয় করসেবকরা।

প্রসঙ্গত, রায় ঘোষণার আগেই রাত থেকে সুপ্রিম কোর্ট চত্বরে বিশাল নিরাপত্তা মোতায়েন করা হয়েছিল৷ একই সঙ্গে উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মাথায় রেখে গোটা উত্তরপ্রদেশজুড়ে আগামী শনিবার ও সোমবার সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অযোধ্যা চত্বরে বিশাল পুলিশবাহিনী ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল।

সম্পর্কিত খবর