হাথরস কাণ্ডের প্রতিবাদে ধর্ম পরিবর্তন করল বাল্মীকি সমাজের ৫০ টি পরিবারের ২৩৬ জন সদস্য

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লীর পার্শ্ববর্তী গাজিয়াবাদে হাথরস কাণ্ডে (Hathras Case) ক্ষুব্ধ বাল্মীকি সমজের (Valmiki Community) ৫০ টি পরিবারের ২৩৬ জন বৌদ্ধ ধর্ম (Buddhism) আপন করে নিয়েছেন। এই মামলা গাজিয়াবাদের করহেড়া এলাকার। গত ১৪ই অক্টোবর ওই এলাকায় বাস করা বাল্মীকি সমাজের ২৩৬ জন একত্রিত হয়ে বাবা সাহেব আম্বেদকরের নাতির উপস্থিতিতে তাঁরা বৌদ্ধ ধর্মের দীক্ষা নেয়।

তাঁরা অভিযোগ করে জানায় যে, হাথরস কাণ্ডের ফলে তাঁরা অনেক দুঃখ পেয়েছে। অভিযোগ উঠেছে যে, আর্থিক সমস্যায় ভোগার পরেও এদের সমস্যার কথা কেউ শোনেনা। এরা অভিযোগ করে বলে যে, প্রতিটি যায়গায় এদের নজরান্দাজ করা হয়। আর এই কারণে গত ১৪ই অক্টোবর এরা সবাই মিলে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়। এদের বৌদ্ধ মহাসভা থেকে একটি প্রমাণপত্রও দেওয়া হয়।

ধর্মপরিবর্তন করা বীর সিংহ বলেন, ওনার গ্রামে ৫০ টি পরিবারের ২৩৬ জন বৌদ্ধ ধর্ম আপন করে নিয়েছে। মহিলা আর বাচ্চারাও নিজেদের ধর্ম পরিবর্তন করিয়েছে। উনি বলেন, এই কাজের জন্য কোনও টাকা নেওয়া হয়নি। এরা শুধু ধর্মপরিবর্তন করে সমাজসেবা করতে চায়।

উল্লেখ্য, ১৪ ই সেপ্টেম্বর হাথরসের বুলগড়ি গ্রামে বাল্মীকি সমাকের এক যুবতীকে ধর্ষণ করে তাঁর হত্যা করার পর গোটা সমাজের মানুষ ক্ষোভে ফেতেপড়ে। এই ঘটনার পর বাল্মীকি সমাজ যায়গায় যায়গায় বিক্ষোভ প্রদর্শন করে। আপাতত এই ঘটনার তদন্ত করছে সিবিআই আর চার অভিযুক্ত আলীগড়ের জেলে বন্দি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর