CAA আন্দোলনের কেন্দ্রস্থল ছিল শাহিনবাগ, সেখান থেকে উদ্ধার হল ১০০ কোটি টাকার হেরোইন

বাংলাহান্ট ডেস্ক : পূর্ব দিল্লির শাহিনবাগ এলাকা থেকে উদ্ধার ৫০ কেজি হেরোইন। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সূত্রে খবর, উদ্ধার হওয়া এই হেরোইনের মূল্য প্রায় ১০০ কোটি টাকা। পাকিস্তান থেকেই এই মাদক ভারতে পাচার করা হয়েছে বলেই কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর।

এনসিবিএর শীর্ষ আধিকারিকদের দাবি, পাকিস্তান থেকে জল পথে প্রথমে ভারতের বন্দরে, তারপর সেখান থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হচ্ছে এই ভয়ানক মাদক দ্রব্য। সেখান থেকেই তা কিনে নিচ্ছে পাইকারি বিক্রেতারা।

তাঁদের আরও দাবি, ৫০ কেজি ওজনের এই বিপুল পরিমাণ মাদক পাঞ্জাব সহ অন্যান্য উত্তরের রাজ্যগুলিতে পাচার হওয়ার কথা ছিল। এই বিপুল অঙ্কের টাকার মাদকের আর্থিক বিষয়টি অন্য একটি বিশেষ সংস্থার মাধ্যমেই দেখা হবে বলেই এনসিবি সূত্রে খবর।

নাম প্রকাশে অনিচ্ছুক মাদক নিয়ন্ত্রক ব্যুরোর কর্তাদের দাবি, ‘একথা আমরা অস্বীকার করতে পারি না যে এই বিপুল পরিমাণ টাকা সাম্প্রতিক কালে একাধিক দেশ বিরোধী প্রতিবাদ এবং বিক্ষোভ -আন্দোলনকে ইন্ধন জুগিয়েছে। শাহিনবাগের সিএএ বিরোধী আন্দোলনের সঙ্গেও এই মাদকের কোটি কোটি টাকার সম্পর্ক রয়েছে বলেই আমরা মনে করছি। অবশ্যই পুরো বিষয়টির পিছনে কোনও বিরাট আন্তর্জাতিক চক্র কাজ করছে যারা স্লিপার সেলের মাধ্যমে এই বিপুল পরিমাণ মাদকের কারবার চালাচ্ছে।’

শুধুমাত্র শাহিনবাগ আন্দোলনই নয়, মুজাফফরনগর, কাইরানা প্রভৃতি বিক্ষোভ এবং গণ্ডগোলেও এই মাদকের অর্থের ইন্ধন রয়েছে বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এহেন ঘটনার জেরে রীতিমতো শোরগোল জাতীয় স্তরের রাজনীতিতেই তা বলাই বাহুল্য।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর