অমানবিকতার চিত্র খাস কলকাতায়, ৬ ঘণ্টা পর দরজা ভেঙে উদ্ধার হল করোনা রোগীর দেহ

বনাগ্লাহান্ট ডেস্কঃ করোনা (covid-19) আবহে গোটা দেশজুড়ে হাহাকারের চিত্র ফুটে উঠছে। কোথাও হাসপাতালের বেড নেই, তো কোথাও অক্সিজেন সংকট। এরই মধ্যে আবার ভ্যাকসিনের চাহিদায় হাসপাতালের বাইরে লম্বা লাইন পড়তেও দেখা গিয়েছে। আবারও ফিরছে গতবছরের মর্মান্তিক স্মৃতি।

প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। বেহাল হয়ে পড়েছে দেশের চিকিৎসা ব্যবস্থা। এই পরিস্থিতিতে বিভিন্ন প্রতিবেশি দেশ থেকে শুরু করে বন্ধু দেশসমূহ পাশে এসে দাঁড়িয়েছে ভারতের। বিমান মারফত পাঠাচ্ছে অক্সিজেন সহ নানা প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী।

এরই মধ্যে করোনাকালে খাস কলকাতা শহরেই দেখা গেল এক অমানবিকতার চিত্র। যেখানে এক করোনা আক্রান্তের মৃত দেহ দীর্ঘ ৬ ঘণ্টা ধরে তাঁর ফ্ল্যাটেই পড়ে রইল। পরবর্তীতে গড়িয়াহাট থানার পুলিশ এসে দরজা ভেঙে মৃত দেহ উদ্ধার করল।

সূত্রের খবর, গড়িয়াহাট থানা এলাকার ১৯ নম্বর ফার্ন রোডের একটি ফ্ল্যাটে একাই থাকেন বছর ৪৯ এর সন্ধ্যা মাহাতো। শুক্রবার দুপুর থেকে তাঁর কোন সাড়া না পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় গড়িয়াহাট থানার পুলিশ। প্রায় ৬ ঘণ্টা পর তাঁর ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হয় করোনা রোগীর মৃতদেহ।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর