অন্ধ্রপ্রদেশে বড়সড় সফলতা অর্জন করল পুলিশ, সকাল সকাল নিকেশ ৬ মাওবাদী

বাংলা হান্ট ডেস্কঃ অন্ধপ্রদেশের বিশাখাপত্তনম (Visakhapatnam) জেলায় বুধবার ভোররাতে পুলিশের এলিট গ্রেহাউন্ডের সঙ্গে হওয়া এনকাউন্টারে ৬ জন মাওবাদী নিকেশ হয়েছে। ডিজিপি কার্যালয়ের তরফ থেকে জারি একটি বিজ্ঞপ্তি অনুযায়ী মৃত মাওবাদীদের মধ্যে একজন মহিলা সদস্যও ছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ‘ভোররাতে নকশাল আর গ্রেহাউন্ডের সঙ্গে হওয়া এনকাউন্টারে এখনও পর্যন্ত ছয়জন মাওবাদীদের দেহ উদ্ধার হয়েছে।”

পুলিশ জানায়, ঘটনাস্থল ঠেলে একটি একে-৪৭, একটি এসএলআর, একটি কার্বাইন, তিনটি ৩০৩ রাইফেল আর একটি পিস্তল উদ্ধার হয়েছে। এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে বলে জানা গিয়েছে।

এর আগে ১১ জুন ওড়িশার বারগড় জেলায় সেনা আর মাওবাদীদের সঙ্গে হওয়া এনকাউন্টারে একজন মাওবাদী নিকেশ হয়েছিল। পশ্চিম রেঞ্জের পুলিশ সুপার নরসিংহ ভোল বলেন, বারগড়ের সংরক্ষিত বনাঞ্চলে নকশালিদের লুকিয়ে থাকার খবর পাওয়া গিয়েছিল। এরপরই সেখানে তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশি অভিযান চলার সময় দুই পক্ষের মধ্যে হওয়া এনকাউন্টারে একজন মাও নেতা নিকেশ হয়।

পুলিশ জানায়, মৃত মাও নেতার উপরে ছত্তিসগড় সরকার ৭ লক্ষ টাকা আর ওড়িশা সরকার পাঁচ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর