স্ত্রী-পুত্র সহ ছয় জনের নাম! ‘কিংপিন” মানিকের বিরুদ্ধে ১০৭ পাতার চার্জশিট ED-র

বাংলাহান্ট ডেস্ক : প্রাথমিক শিক্ষক নিয়োগ-দুর্নীতি সংক্রান্ত মামলায় (Primary Teacher Recruitment Scam) ধৃত মানিক ভট্টাচার্যের নামে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে গ্রেফতারের ৫৬ দিন পর তাঁর (Manik Bhattacharya) নামে প্রথম চার্জশিট জমা পড়ল আদালতে। বুধবার ব্যাঙ্কশাল কোর্টে ১৫০ পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি।

জানা যাচ্ছে,এই চার্জশিটের প্রতিটি ছত্রে রয়েছে কীভাবে নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত ছিলেন মানিক ভট্টাচার্য। কীভাবে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন তিনি। এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের নামে যখন চার্জশিট পেশ করে ইডি, সেখানেও নাম ছিল মানিকের। ছিল মানিকের সঙ্গে পার্থর একাধিক মেসেজের কথাও।

এদিন আদালতে ইডি যে চার্জশিট দিয়েছে তাতে সেই একই কথার উল্লেখ আছে বলে খবর। ইডির দাবি, এই দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় যদি ‘মাস্টারমাইন্ড’ হন তো মানিক ছিলেন ‘কিংপিন’। সেই বিষয়টাও চার্জশিটে লেখা রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার পাহাড়ের সঙ্গেও মানিকের যোগ রয়েছে বলে দাবি ইডির।

সূত্রের খবর, এই চার্জশিটে উল্লেখ আছে মানিক ভট্টাচার্যের স্ত্রী ও ছেলের নামও। ইডির দাবি, লেনদেনের বেশির ভাগটাই মানিকের স্ত্রী ও তার ছেলের মাধ্যমে হতো। এর আগে একই কথা আদালতেও জানায় ইডির আইনজীবী। সেইসময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী জানিয়েছিলেন, মানিক ভট্টাচার্যের স্ত্রীর সঙ্গে মৃত্যুঞ্জয় চক্রবর্তী নামের একজনের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে। এই মৃত্যুঞ্জয় মারা গিয়েছেন ২০১৬ সালে। ওই অ্যাকাউন্টে বেশ কয়েক কোটি টাকা রয়েছে। সেই বিষয়টাও চার্জশিটে উল্লেখ করা রয়েছে।

ইডির পেশ করা চার্জশিটে তাপস মন্ডল সহ আরও ২ সংস্থার নাম রয়েছে বলেও সূত্রের খবর। মোট ৬ জনের নামে চার্জশিট পেশ করা হয়েছে। ১০ অক্টোবর গ্রেফতার হন মানিক ভট্টাচার্য। ৫৬ দিন পর চার্জশিট পেশ করল ইডি। মোট ১০৭ পাতার চার্জশিট। চার্জশিটে ৫০ জন সাক্ষীর বয়ান উল্লেখ করা হয়েছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর