কড়া মুডে নির্বাচন কমিশনঃ আরও ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় (west bengal) নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ হয়ে গিয়েছে। ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (central forces) ইতিমধ্যেই নির্বাচনের নজরদারী করতে বাংলায় এসে উপস্থিত হয়েছে। সূত্রের খবর, আরও ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আগামী ২৫ শে মার্চের মধ্যেই বাংলায় হাজির হবে।

   

বাংলা দখলের লড়াই জোরদার ভাবে শুরু হয়ে গিয়েছে। একদিকে দলে যেমন ভাঙা গড়ার খেলা চলছে, তেমনই অন্যদিকে কেউ কাউকে একচুলও জমি ছেড়ে দিতে নারাজ বিরোধীপক্ষরা। দিকে দিকে চলছে সভা সমাবেশ। বাংলার মানুষকে নির্বাচনী বার্তা দিয়ে ভোট ব্যাঙ্ক মজবুত করতে গত ২৮ শে ফেব্রুয়ারী ব্রিগেডের মাঠে বিশাল জনসভা করেছিল বাম-কংগ্রেস-আব্বাস জোট।

আবার আগামী রবিবার অর্থাৎ ৭ ই মার্চ বাংলার মানুষকে উজ্জীবিত করতে সেই ব্রিগেডের মাঠেই ঐতিহাসিক জনসভা করতে চলেছে বিজেপি শিবির। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে উপস্থিত থাকবেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলিও। সঙ্গে থাকবেন আরও নানান বিখ্যাত ব্যাক্তিত্বরা।

এরই মধ্যে আবার করোনা আবহে এই প্রথমবার ভোটদানের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। বাড়ানো হয়েছে বুথের সংখ্যাও। ভোট দানের সময়সীমা থাকছে সকাল ৭ টা থেকে সন্ধ্যে সাড়ে ৬ টা অবধি। আগামী ২৭ শে মার্চ থেকেই প্রথম দফায় ভোট দান প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

বর্তমানে বাংলার প্রথম দফার ৩০ টি বিধানসভা কেন্দ্রে ৩ টি করে মোট ৯০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এই কেন্দ্রীয় বাহিনী এখন টহলদারির কাজ করছে। জানা গিয়েছে, আগামী ২৫ শে মার্চের মধ্যেই আরও ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর আগমন ঘটবে বাংলায়। প্রয়োজনে তা আরও বাড়ানো হতে পারে বলেও, সূত্রের খবর।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর