অবৈধভাবে ভারতে প্রবেশের পথে পাকড়াও ৭ বাংলাদেশি, সীমান্তে BGB-র হাতে তুলে দিল BSF

বাংলাহান্ট ডেস্কঃ প্রায়শই শোনা যায় অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে (india) ঢুকে পড়ছেন বাংলাদেশের (bangladesh) নাগরিকরা। অবৈধভাবে সীমান্ত পার করার সময় আবার তারা ধরাও পড়েন BSF-র হাতে। আবারও তাদের ফিরিয়ে দেওয়া হয় বাংলাদেশ সীমান্তরক্ষীদের হাতে। সম্প্রতি অবৈধভাবে সীমানা পার করতে যাওয়া ৭ বাংলাদেশীকে BGB-র হাতে তুলে দেওয়া হল।

জানা গিয়েছে, BSF গোয়েন্দাদের কাছে খরব ছিল রামনগর সীমান্ত এলাকা থেকে বেশ কয়েকজন বাংলাদেশি ভারতে প্রবেশের পরিকল্পনা করছে। গোপন সূত্রে খবর পেয়ে সীমান্ত এলাকায় কড়া পাহারা বসায় BSF। পাহাড় দেওয়ার ফলস্বরূপ সীমান্ত এলাকা থেকে ৭ জনকে শনিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ পাকড়াও করে BSF রা।

ভারত,india,বাংলাদেশ,bangladesh

ধৃতদের জেরা করায় জানা যায়, তাদের মধ্যে প্রান্ত চাকী নামে এক কিশোর বাংলাদেশের বগুলার চুটি চুপরি থেকে অটো করে এসে এক দালালের বাড়িতে একদিন আশ্রয় নেয়। অবৈধভাবে ভারতে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য সেই দালালকে সে ১০,০০০ টাকাও দেয়। সে নাকি গত ৬ বছর ধরে ভারতেই ছিল। বর্তমানে বাংলাদেশের বগুলায় থাকত প্রান্ত চাকী। আবারও সে বগুলা থেকে ভারতে আসার পরিকল্পনা করে এবং দালালের সাহায্য নেয়।

সীমান্ত এলাকা থেকে ধৃতদের রবিবার তুলে দেওয়া হয় BGB-র হাতে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি ফ্ল্যাগ মিটিং হওয়ার পর ধৃতদের মধ্যে থেকে ৪ জন বাংলাদেশিকে কারডাঙ্গা আউটপোস্টে এবং বাকিদেরকে চিলমারি, যাদবপুর এবং চারামাজারদিয়ার আউটপোস্টে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেয় BSF -রা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর