কোটি কোটি টাকার মালিক এই ৭ ভারতীয় ক্রিকেটার, তবুও করেন সরকারি চাকরি

বাংলা হান্ট ডেস্কঃ কমবেশি সকলেই জানেন বিখ্যাত খেলোয়াড়দের বড় অবদানকে সম্মান জানাতে সরকার তরফে সাম্মানিক চাকরির সুযোগ দেওয়া হয়। আসুন আজ জেনে নেওয়া যাক এমন সব ক্রিকেটারের কথা যারা এমনিতে তো কোটিপতি কিন্তু যুক্ত রয়েছেন কোন-না-কোন সাম্মানিক সরকারী পদে।

images 2021 09 13T174904.172

যোগিন্দর শর্মাঃ

২০০৭ সালের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ জয়ের মুহূর্তটির সঙ্গে যে নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেটি হল যোগিন্দর শর্মা। যোগিন্দরের বলেই স্কুপ শট খেলতে গিয়ে শ্রীসান্থের হাতে ক্যাচ দিয়েছিলেন মিসবাহ-উল হক। যার জেরে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফিতে নাম অঙ্কিত করে ভারত। দেশে ফেরার পর যোগিন্দরকে সরকারি চাকরি অফার করা হয়, এখন তিনি হরিয়ানা পুলিশের ডিএসপি হিসেবে কর্মরত।

harbhajan singh 1

হরভজন সিংহঃ

মূলত নিজের অফস্পিনের জালে ব্যাটসম্যানদের ফাঁসিয়ে প্যাভিলিয়নের রাস্তা দেখানোর জন্যই বিখ্যাত হরভজন। তবে অনেকেই হয়তো জানেন না, ক্রিকেটে তার এই অবদানের জন্য তাকে পাঞ্জাব পুলিশের ডিএসপি পদে নিয়োগ করেছে পাঞ্জাব সরকার। সব মিলিয়ে প্রায় সাতশোরও বেশি উইকেট রয়েছে হরভজনের নামে।

chahal05032019

যুজবেন্দ্র চাহালঃ

সাম্প্রতিককালে লেগ স্পিনারদের মধ্যে সম্ভবত সবথেকে বিখ্যাত উইকেট শিকারী যুজবেন্দ্র চাহাল। তবে একদিকে যেমন ক্রিকেটে সকলের জন্য ত্রাস তিনি, তেমনি কর্মক্ষেত্রেও তিনি হয়ে উঠতে পারেন অনেকের ত্রাস কারণ ইনকাম ট্যাক্স অধিকারিক হিসেবে কাজ করেন এই ভারতীয় ক্রিকেটার।

IMG 20210909 221030

মহেন্দ্র সিংহ ধোনিঃ

সীমিত ওভারের ক্রিকেটে ভারতের সবথেকে সফল ক্যাপ্টেন মাহি। তার ক্যাবিনেটে দুটি বিশ্বকাপসহ রয়েছে মোট তিনটি আইসিসি ট্রফি। সর্মথকরা প্রায় প্রত্যেকেই জানেন সেনাবাহিনীকে কতখানি শ্রদ্ধা করেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক। আর সেই কারণেই তাকে ভারতীয় সেনাবাহিনীর সাম্মানিক লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হয়। যদিও ক্রিকেটের জন্য আগেও রেলে চাকরি করেছেন তিনি।

IMG 20210815 210431

শচীন টেন্ডুলকারঃ

ক্রিকেটের ভগবান শচীন টেন্ডুলকারও যে সরকারি চাকরিতে যুক্ত এটা হয়তো ধারণাও করতে পারবেন না অনেকে। কিন্তু আমরা আগেই জানিয়েছি এই সমস্ত খেলোয়াড়দের সরকারি চাকরি দেওয়া হয় মূলত ক্রীড়া ক্ষেত্রে তাদের অবদানকে শ্রদ্ধা জানাতে। সেই সূত্র ধরেই ২০১০ সালে ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন করা হয়েছিল শচীনকে।

16 Umesh AFPjpg

উমেশ যাদবঃ

সম্প্রতি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে ভারতের হয়ে প্রায় এক হাতে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন এই দুরন্ত জোরে বোলার। ক্রিকেটের সাথে সাথে ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল সেনাবাহিনীর জন্য কিছু করার। তবে সেনাবাহিনীতে সুযোগ না পেলেও আপাতত তিনি রিজার্ভ ব্যাংকের আধিকারিক পদে যুক্ত।

kapil dev 1

কপিল দেবঃ

১৯৮৩ সালে ভারতকে লর্ডসে স্বপ্নের দিন উপহার দিয়েছিলেন কপিল। তার হাত ধরেই প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জিতে নিয়েছিল ভারত। ক্রিকেটের তার এই অসামান্য অবদানের কারণে তাকে ২০০৮ সালে ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেলের পদ দেওয়া হয়। এছাড়াও কপিল দেবকে ২০১৯ সালে হরিয়ানা স্পোর্টস ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসাবেও নিযুক্ত করা হয়।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর