উপত্যকায় বড় ধাক্কা খেল কংগ্রেস, পদত্যাগ করলেন গুলাম নবি আজাদ ঘনিষ্ঠ ৭ নেতা

বাংলাহান্ট ডেস্কঃ দেওয়া হয়নি নিজের মত প্রকাশের সুযোগ- এই অভিযোগে কংগ্রেস (congress) সভাপতি সোনিয়া গান্ধীর কাছে পদত্যাগপত্র পাঠালেন কংগ্রেসের জম্মু ও কাশ্মীর (jammu kashmir) ইউনিটের সাতজন বিশিষ্ট নেতা। পাশাপাশি তাঁরা রাহুল গান্ধী এবং দলের রাজ্য ইনচার্জ রজনী পাতিলের কাছেও তাঁদের পদত্যাগ পত্র পাঠিয়েছেন। এদের মধ্যে রয়েছেন চারজন প্রাক্তন মন্ত্রী ও তিনজন বিধায়কও।

   

সূত্রের খবর, পদত্যাগ করা নেতৃত্বরা প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। এই পদত্যাগকারীদের মধ্যে প্রাক্তন মন্ত্রীরা হলেন জিএম সারোরি, যুগল কিশোর, ভিকার রসুল এবং ড. মনোহল লাল এবং বিধায়করা হলেন গুলাব নবী মঙ্গা, নরেশ গুপ্ত এবং আমিন ভাট।

bangla news,বাংলা খবর,ghulam nabi azad,গুলাম নবি আজাদ,জম্মু ও কাশ্মীর,jammu kashmir,কংগ্রেস,congress

নিজেদের পদত্যাগপত্রে তাঁরা উল্লেখ করেছেন, দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করলেও, তাঁদের কোনরকম সময় দেওয়া হয়নি। এমনকি গত এক বছর ধরে দলীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েও পাননি। নিজেদের মত প্রকাশ করতে না পেরে এবং রাজ্য কংগ্রেস নেতৃত্বের ‘বিদ্বেষপূর্ণ মনোভাবের’ কারণে তাঁরা এই পদক্ষেপ নিয়েছেন।

সূত্রের খবর, পদত্যাগকারী নেতৃত্বরা তাঁদের এই সিদ্ধান্তের জন্য রাজ্য কংগ্রেস কমিটির সভাপতি গোলাম আহমেদ মীরকে নিশানা করেছেন। তাঁদের দাবী, মীরের সভাপতিত্বকালে দল ক্রমাগত করুণ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। অনেকেই পদত্যাগ করে, দল ছেড়ে অন্য দলে গিয়ে যোগ দিচ্ছেন। কিন্তু এই বিষয়ে কিছু সদস্য মুখে কুলুপ এঁটে রয়েছেন। যার ফলে জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেসের কাজকর্মের উপর কিছু নেতা কবজা করেছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর