৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে অন্তিম ভোটে, শুধুমাত্র বীরভূমেই থাকবে ২২৪ কোম্পানি

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় নির্বাচনের (election) মরশুমে শেষ ভোট ২৯ শে এপ্রিল। এদিন ভোট গ্রহণ করা হবে রাজ্যের ৪ জেলার মোট ৩৫ আসনে। এদিন মোট ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (central force) মোতায়েন থাকবে শেষ দফার নির্বাচনে। এদিনই ভোট গ্রহণ করা হবে শীলকুচির ১২৬ নম্বর বুথেও।

বাংলায় নির্বাচনের বিভিন্ন দফায় নানা সংঘর্ষের চিত্র প্রকাশ্যে এসেছে। উত্তেজনা চরম মাত্রায় পৌঁছালে নানা কড়া পদক্ষেপ, নির্দেশিকা, নিষেধাজ্ঞাও জারি করতে হয়েছে নির্বাচন কমিশনকে। বিশেষ ক্ষেত্রে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীও।

1617737503 be1

সেই মতই শেষ দফার নির্বাচনে মোতায়েন থাকছে মোট ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বুথেই মোতায়েন থাকবে ৬৪১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যার মধ্যে শুধুমাত্র বীরভূমে ২২৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। শেষ দফাতেও কড়া মুডে থাকছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, একুশের মহারণে বীরভূমের ভোটের আগেই নজরবন্দি করা হল বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মঙ্গলবার বিকেল ৫ঃ৩০ থেকে শেষ দফার নির্বাচন শেষ করে ৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ওনাকে নজরবন্দি রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ভোটের আগে কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অনুব্রত মণ্ডল। ৬০ ঘণ্টার উপরে কোনও নেতাকে নজরবন্দি করে রাখার সিদ্ধান্ত নজিরবিহীন বলে দাবি ওয়াকিবহাল মহলের।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর